আমাদের কথা খুঁজে নিন

   

তিমির বুদবুদে মৎস্য শিকার

কত কিছুই তো লিখলাম !! এই জাতের তিমির নাম হল হাম্পব্যাক ! এরা সমুদ্রের পানিতে বুদবুদ বা বাবল ফুলিয়ে মাছ খায় ! একঝাঁক মাছকে তারা প্রথমে বিশাল আকারের বুদবুদ ফুলিয়ে এক জায়গায় জড়ো করে। জালের মত দেখতে সেই বুদবুদ ফুলিয়ে ক্রমাগত তারা ছোট মাছগুলির চারদিকে ঘুরতে থাকে। ফলে একই সময়ে একগাদা মাছ খাওয়া সম্ভব হয় !! মাছের চারদিকে তৈরি সেই বাবলের জালকে ওপর থেকে ইংরেজি নাইনের (9) মত দেখা যায় ! আসলে বাবলের তাড়া খেয়ে সব ছোট মাছ একস্থানে ভিড় করে। কমপক্ষে দুটি হাম্পব্যাক মিলে এই কাজ করতে পারে; তবে এরা কখনো অন্য দলের বুদবুদের শিকার মাছ ছিনতাই করেনা ! অবশ্য এই চান্সে অনেক পাখিও বাবলের ওপর উড়তে থাকে, সুযোগ পেলেই তারাও মাছ শিকার করে !  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।