আমাদের কথা খুঁজে নিন

   

টেলিফিল্ম এ এয়ারটেল

একটা টেলিফিল্ম দেখলাম গতকাল এন টিভি তে। ঈদ এ অনুষ্ঠান দেখা হয় হাতে গোনা। তার মধ্যে এটি ছিল। যেহেতু একটু পরে দেখা শুরু করেছি, তাই নাম জানিনা। আমি একজন এড সমালোচক, ভাল বাসি এড দেখতে, তাই সমালোচনাও করি।

যাই হোক, এই টেলিফিল্মটা ছিল চার কিশোরের ফুটবল খেলাকে কেন্দ্র করে। যারা শেষে ম্যান চেষ্টার ইউনাইটেড এর ফুটবল স্কুল এ ট্রেনিং করার চান্স পায়। আর সবাই জানেন বর্তমানে এয়ারটেল এর প্রচারণা চলছে এই ব্যাপারে। সুতরাং বলাই বাহুল্য যে, টেলিফিল্ম টা এয়ারটেল এর সৌজন্যে। আসলে পুরা ফান্ডিং টাই এয়ারটেল এর।

এগুলোকে বলে Sponsored Drama । টেলিফিল্ম টা আমাকে হতাশ করেছে খুব, কারণ কোন কাহিনী নাই, কোন সামাজিক বক্তব্য নাই। আর শেষের দৃশ্য তো পুরোই ডাইরেক্ট বিজ্ঞাপন। আমি এ ধরণের Sponsored Drama বিপক্ষে নই। কিন্তু যা বলতে চাই তা হল, এসব এর ক্ষেত্রে একটা নীতিমালা প্রয়োজন।

আজ এয়ারটেল টাকা দিবে, ছেড়ে দিলাম টেলিফিল্ম। কাল কি অমুক হার্বাল, তমুক এরোমা কিংবা কোন মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানী টাকা দিলেই আমরা টেলিফিল্ম বানায় দিব, যেখানে থাকবে ঐ কোম্পানীকে প্রমোট করা কাহিনী। আমার ব্যক্তিগত মতামত আজকে তরুণ সমাজের মধ্যে লোক দেখানো যে এক ধরণের আভিজাত্যা তার জন্য যেরকম স্যাটেলাইট চ্যানেল গুলো দায়ী, সেরকম দায়ী এই মোবাইল কোম্পানীগুলো ( আমি বিস্তারিত ব্যাখ্যা করব আমার কোন এক লেখায়)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.