আমাদের কথা খুঁজে নিন

   

যদিও জানি

হেলে পড়া সূর্যের মতো জরা ও মৃত্যুর ছাপ অবয়বে রেখে কেউ কেউ হেঁটে যাচ্ছে গোধূলির পানে কেউ কেউ টগবগে উন্মেষের দিকে-আগুনকে স্পর্শ করবে বলে একবর্গ দাঁড়িয়ে রয়েছে। যারা বনসাই হয়ে বেঁচেবর্তে চায় কিংবা ক্লোন হয়ে তারাও শেষতক খুব দোলাচলে শরীরী মৃত্যুর চেয়ে যদি থাকে অশরীরী কিছু তাকেই বরং খুব বেশি অনুমিত লাগে। যদিও জানি পারতপক্ষে কে যায় মৃত্যুর গ্যাঁড়াকলে? তবু জরা ও মৃত্যু খুব কাছাকাছি বিনম্র ভঙ্গিতে এসে দাঁড়ায় দুয়ারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।