আমাদের কথা খুঁজে নিন

   

আহ... ঢাকা!

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com গত কয়েকদিনে ঢাকা শহর মনে হয় হাফ ছেড়ে নুতন জীবন লাভ করছে। ঢাকা শহরের রাস্তাঘাট মনে হয় এই কয়েকদিনে শান্তির নিশ্বাস নিয়েছে প্রান খুলে। ফুটপাত গুলো মনে হয় বুকের চাপ হাল্কা করে নিয়ে প্রান ভরে শ্বাস নিয়ে খেলা করছে! আহ ঢাকা! এই কয়েকদিনে ঢাকা শহরে একবারো বিদ্যুত মামা বাড়ী বেড়াতে যায় নাই! ঢাকা নিশ্চয় এই আলোর আনন্দ উপভোগ করেছে। অন্ধকারের জ্বালা ঢাকা শহর এই কয়েকদিনে ভুলেই গিয়েছিল হয়ত! আহ ঢাকা! তবে এই ফাঁকা ঢাকা শহরে যারা ছিলো, তাদের একটা ব্যাপার দেখে নিশ্চয় ঢাকা শহর খুব কষ্ট পেয়েছে! ড্রাগস! ইস, কি সহজ লভ্য ছিল এই ড্রাগস, এই কয়েক দিনে! পুলিশের তৎপরতা ছিলো না বললেই চলে! বিক্রেতা, ক্রেতার কোন চিন্তাই ছিল না! কত হাজার লক্ষ কোটি প্যাগ পান করেছে দামাল ছেলেরা/মেয়েরা! কত ফেন্সিডিল, আর কত ইয়াবাবা! ইয়াবাবার সংখ্যা ক্যাল্কুলেটরেও হিসাব করা যাবে কিনা সন্দেহ! আহ, মনে হলেই চোখে জল নামে! আহ, ঢাকা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।