আমাদের কথা খুঁজে নিন

   

বলিউড মুসলমানদের শয়তান হিসেবে পোট্রে করছে!

সিনেমা একটি মাধ্যম। এটা মানুষের সচেতনতা ও বিনোদন দুটিই দিয়ে থাকে। কিন্তু বলিউড যা করছে তা রীতিমত মুসলমানদের ইমেজ নষ্ট করার পিছনেই লেগেছে বলে মনে হচ্ছে। বলিউড সিনেমাগুলোতে দেখা যায় সন্ত্রাসীদের নাম মুলমানদের নামে রাখা হয়। একদিকে ভারত ধর্মনিরপেক্ষতার কথা বলে।

অন্যদিকে এর বলিউড মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিনেমা বানায়---- এতে মনে হচ্ছে বলিউড মুসলমানদের বিশ্বব্যাপী ইমেজ ধ্বংওসের পথে নেমেছে। অবশ্য এ ক্ষেত্রে হলিউড অনেক এগিয়ে। যাইহোক, বলিউড নিয়ে কথা বলছিলাম--এটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। সিনেমার ভিলেনদের নাম--গনি ভাই, মুসা ভাই, ইউসুফ ভাই--আরও কত কী। উদাহরণ হিসেবে কেয়ামত সিনেমার কথাই ধরেন।

এই সিনেমাই তিনজন ভিলেন আছে--এদের নাম হচ্ছে আলি, আব্বাস ও একটি মেয়ে উনার নাম মনে নাই। অনেক মুভি আছে যেখানে--মুসলমানদের দেখানো হয়, মদপান করছে, নারীদের হ্যারাস করছে। এছাড়া মুসলমানদের দেখানো হয় hypocrite হসেবে। the hypocrites don’t follow what they preach. তেরেনাম সিনেমার কথা ধরুন--এই সিনেমাতে কিছু মুসলমান গুন্ডাকে দেখা গেছে--ব্রাহ্মন হিন্দুমেয়েদের অপহরণ করে পতিতাবৃত্তিতে লিপ্ত করতে। এখানেই শেষ নয়।

'দিল সে' এবং 'ধোকা' সিনেমার কথা মনে করুন। এই সিনেমাগুলোতেও একাই অবসম্থা। এগুলোতে মেয়েদেরকে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে দেখানো হয়ছে। এসব যা করা হচ্ছে বলিউড তার Ethics and morals এর উর্ধ্বে গিয়েই করছে। তাই অনুরোধ, bollywood, stop being a platform for portraying Muslims as demons. গুরুত্বপূর্ণ মন্তব্যঃ রাকিব হাসান (সাব্বির) বলেছেন: এটা শুধু সিনেমাতেই সীমাবদ্ধ নয়।

আজকাল ভারতীয় চ্যানেল জি বাংলা সহ বিভিন্ন টিভি সিরিয়ালেও এই ঘটনা দেখা যাচ্ছে। জি বাংলার কেয়া পাতার নৌকা নাটকের খারাপ চরিত্রের নাম রয়েছে কাবুল শেখ। কয়েক দিনের পর্বে মুসলমানদের দ্বারা পতিতালয়ের দৃশ্য চরিত্রও করা হয়েছে। বেশির ভাগ নাটকেই এখানে মুসলমানদের ছোট করে দেখানো হয়েছে। এসব থেকে এখনি মুক্তি দরকার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.