আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বছরে বলিউড




২০১৪ সালে মুক্তি পেতে যাচ্ছে সালমানের দুটি সিনেমা। দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন মাধুরী দীক্ষিত। আসছে আমির খান, শাহরুখ খান, হৃত্বিক রোশান, অমিতাভ বচ্চনের নতুন সিনেমা।
২০১৪ সালে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে আলোচিত কয়েকটির কথা তুলে ধরা হল।



২০১০ সালের ‘ইশকিয়া’ সিনেমার সিকুয়েল ‘দেড় ইশকিয়া’।

অভিষেক চৌবের পরিচালনায় ওই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘবিরতির পর রুপোলি পর্দায় ফিরছেন মাধুরী দীক্ষিত। ‘দেড় ইশকিয়া’-তে মাধুরীর বিপরীতে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ। আরও থাকছেন আরশাদ ওয়ার্সি এবং হুমা কুরেশি। পরিচালক অভিষেক দাবি করেছেন প্রথম সিনেমা থেকে পুরোপুরি ভিন্ন ‘দেড় ইশকিয়া’। সিকুয়েলটিতে সম্পূর্ণ নতুন একটি কাহিনি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

সিনেমাটি মুক্তি পাবে ১০ জানুয়ারি।
এক বছর বক্স অফিসে অনুপস্থিত থাকার পর ২৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘জয় হো’। সোহেল খান পরিচালিত সিনেমাটির নাম প্রথমে ‘মেন্টাল’ করা হলেও তা পরিবর্তন করা হয়। মূলত ‘জয় হো’ তেলেগু সিনেমা ‘স্টালিন’-এর হিন্দি সংস্করণ। সিনেমায় আরও অভিনয় করেছেন টাবু এবং ওম পুরি।


১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলার সময় কলকাতার প্রেক্ষাপটে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে পিরিয়ড ড্রামাভিত্তিক সিনেমা ‘গুন্ডে’। ৭০ দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে পুরো সিনেমার কাহিনি। ১৪ ফেব্রুয়ারি মুক্তি প্রতীক্ষিত সিনেমাটিতে অভিনয় করেছেন অর্জুন কাপুর এবং রনভির সিং। কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন প্রিংয়াংকা চোপড়া। প্রিয়াংকাকে দেখা যাবে একজন নর্তকীর চরিত্রে।

আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে ইরফান খান অভিনয় করেছেন ইন্টালিজেন্স অফিসারের চরিত্রে।



মাধুরী অভিনীত ‘গুলাবি গ্যাং’ মুক্তি পাবে ৭ মার্চ। এতে একজন সমাজকর্মীর চরিত্রে অভিনয় করেছেন মাধুরী, যিনি নারীদের একটি দলকে পরিচালনা করেন। অনুভব সিনহা প্রযোজিত, সৌমিক শেন পরিচালিত সিনেমাতে এমন একটি নারী সংঘকে তুলে ধরা হয়েছে, যারা অনৈতিক কাজের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখে। সিনেমায় আরও অভিনয় করেছেন জুহি চাওলা, মাহি গিল, তানিষ্ঠা চ্যাটার্জি।





প্রভুদেবা পরিচালিত অ্যাকশনে ভরপুর মাসাল্লা কাহিনি সিনেমা ‘অ্যাকশন জ্যাকসন’। মুক্তি পাবে ১১ এপ্রিল। এতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন অজয় দেবগান এবং সোনাক্ষি সিনহা। আরও থাকছেন ইয়ামি গৌতম এবং কুনাল রয় কাপুর।
২০০৮ সালের হহর কমেডি সিনেমা ‘ভূতনাথ’-এর সিকুয়েল ‘ ভূতনাথ রিটার্নস’ মুক্তি পাবে বছরের মাঝামাঝি সময়ে।

সিনেমাতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি।
রাজকুমার হিরানি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘পিকে’ মুক্তি পাচ্ছে এ বছর। সিনেমাতে প্রথবারের মতো জুটি বেঁধেছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান এবং আনুশকা শর্মা। আরও থাকছেন সুশান্ত সিং রাজপুত এবং বোমান ইরানি।

সিনেমাটিতে আমিরকে পুরোপুরি ভিন্ন একটি রূপে দেখতে পাবেন দর্শকরা, এমন দাবি করেছেন নির্মাতারা।




সাজিদ খানের পরিচালনায় মুক্তি পেতে যাচ্ছে ‘হামশাকাল’। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শুটিং শুরু হওয়া সিনেমাটি চলতি বছর ২০ জুন মুক্তি পাবে। এতে একই চেহারার তিন জনকে দেখা যাবে। কমেডিভিত্তিক সিনেমাটিতে অভিনয় করেছেন সাইফ আলি খান, রিতেশ দেশমুখ, বিপাশা বসু এবং রাম কাপুর।


সালমান খান অভিনীত দ্বিতীয় সিনেমা ‘কিক’ মুক্তি পাবে জুলাইয়ের শেষ নাগাদ। এ সিনেমার পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা।



গত বছর ‘কৃষ থ্রি’-এর সাফল্যের পর নতুন বছরে হৃত্বিক রোশানকে দেখা যাবে ‘ব্যাং ব্যাং’ সিনেমায়। সিনেমাটির কিছু কিছু অ্যাকশন দৃশ্যের খাতিরে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছিল হৃত্বিক এবং তার সহ-অভিনেত্রী ক্যাটরিনাকে। ফক্স স্টুডিওর ব্যানারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ব্যাং ব্যাং’  টম ক্রুজ এবং ডেমি মুর অভিনীত ‘নাইট অ্যান্ড ডে’ সিনেমার অনুকরণে নির্মিত হয়েছে।


‘চেন্নাই এক্সপ্রেস’ এর সফল জুটি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে এ বছর দেখা যাবে ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায়। এতে আরও থাকছেন অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং সনু সুদ। পারিবারিক ড্রামাভিত্তিক সিনেমাটির শুটিং হচ্ছে দুবাইয়ে।
শ্রীলঙ্কায় নির্মিত অনুরাগ কশ্যপ পরিচালিত ‘বম্বে ভেলভেট’ সিনেমাটিও মুক্তি পাবে এ বছর। বিংশ শতাব্দীর ৫০ থেকে ৬০ দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে জুটি বেঁধেছেন রণবীর কাপুর এবং আনুশকা শর্মা।

সিনেমাটিতে একজন বক্সারের চরিত্রে অভিনয় করবেন রণবীর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.