আমাদের কথা খুঁজে নিন

   

রিপোস্ট: অলিম্পিকে বাংলাদেশের পদক প্রাপ্তির সহজ তরিকা

সবার ভালোবাসায় ঢাকায় আজকের এই আমি কিছু দিন আগেই শেষ হয়ে গেল অলিম্পিকের ৩০ তম গ্রীষ্মকালীন আসর। ইতিহাসের হিসাব মতে, যিশুখ্রিস্টের জন্মের অনেক অনেক শতাব্দীকাল আগে এটার প্রচলন। দীর্ঘ বিরতির পর ১৮৯৪ সালে ফরাসী ব্যারন পিয়েরে ডি কুবার্তে প্রাচীন অলিম্পিক খেলার নৈতিক আত্মাকে প্রাণ দেন। যাই হোক কত রকমের হাবি যাবি খেলা অন্তর্ভূক্ত আছে এই অলিম্পিক গেমে। খেলার ইভেন্ট গুলাতে বিস্তারিত না গিয়ে মূল কথায় আসি।

এই পর্যন্ত অলিম্পিকে আমাদের পদক প্রাপ্তি অধরাই রয়ে গেল। বিভিন্ন ইভেন্ট দেখে আমার যে উপলব্ধি আসল তা হল। পদক পাইতে হলে আমাদের নিজেদেরকেই একটা নতুন খেলা আবিস্কার করতে হবে। তাহলে হয়ত ভবিষ্যতে অলিম্পিকে আমাদের এই খেলাটি অন্তর্ভূক্তি সাপেক্ষে আমরা একটা পদক পাইলে ও পাইতে পারি। আমি নিজে একটা নতুন খেলার প্রচলন করতে চাই, এখনো নাম দিই নাই।

আমার প্রস্তাবিত খেলাটি অনেকটাই বাস্কেট বলের মত তবে বেসিক কিছু প্রার্থক্য আছে। প্রথমত এই খেলাটি বাস্কেট বলের মত অত ব্যায় বহুল নয়। আমাদের সাধ্যের মধ্যেই, মজাটা কিন্তু ষোলআনা। আমি এই খেলাটি প্রস্তাব দেওয়ার পর আমার গ্রামের বাড়ীতে সবাই মিলে খেলি, মুহুর্তের মধ্যেই জনপ্রিয়তা পেয়ে যায়। আশা করি সবার ভালো লাগবে, বিশেষ করে যারা গ্রামে থাকে তাদের তো লাগবেই।

খেলার উপকরন: শুধু দুইটা স্ট্যাম্প, একটা সাধারণ ফুটবল মাঠ আর একটা টেনিস বল। খেলোয়াড় সংখ্যা: দুই দলের প্লেয়ার থাকবে সাত জন করে। বেশি হলেও সমস্যা হবে না। মাঠের উপর নির্ভর করে এই সংখ্যাটা বাড়তে কমতে পারে। মাঠ প্রস্তুতি: মাঠের লম্বা লম্বি প্রান্তে দুইটা স্ট্যাম্প শক্ত করে পুঁতে দিতে হবে।

এর পরে স্ট্যাম্পের চারদিকে সমান ৫ ফিট করে ফুটবল মাঠের ডি বক্সের মত সীমানা দিতে হবে দুই প্রান্তেই। এই ০৫ ফিটের ব্যাপারেও বিতর্ক থাকতে পারে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সম্ভাব্য নিয়মাবলী: খেলাটা শুরু হতে পারে যে কোন একটা প্রান্ত থেকেই। একজন প্লেয়ার ১০ সেকেন্ডের বেশি তার কাছে বল রাখতে পারবেনা। তাকে অবশ্যই ১০ সেকেন্ডের মধ্যেই বল তার সহ প্লেয়ারদের কাছে হস্তান্তর করতে হবে।

এই ভাবে বল নিয়ে এক দলের প্লেয়ার রা যখন অন্য দলের ০৫ ফিটের সীমানা ভাগের বাহির থেকে ঔ স্ট্যাম্প টি নিশানা করবে তখন তারা এক পয়েন্ট পাবে। এভাবে খেলাটি ৩০ মিনিট করে ৬০ মিনিট চলতে পারে। খেলাটির মূল খসড়া দিলাম, আশা করি বিভিন্ন সংশোধন পরিমার্জনের মাধ্যমে সামুর ব্লগার ভাই বোনেরা খেলাটিকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন। ব্লগার ভাইদের খেলাটি খেলে দেখবার জন্য অনুরোধ করতেছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।