আমাদের কথা খুঁজে নিন

   

রিপোস্ট জল

সভ্যচাষী ছাব্বিশের দখলে জলাভূমি-জলে জলে ডুবাডুবি; জলের মাঝে জলের চাবি-মিছে কেন আহাজারী; খুজে দেখ'না দেখতে পাবি-খোদার হাতে পুতুলেরই দরি। । জলের ভেতর বসত যাহার; জলে করে জলের আহার, জলে জলে মিলন হলে জলের উত্‍পাদন; অচল সচল জলবিহনে ভাবছ কেন মন। । চলন বলন জলের করণ; জলে জলে জলের মরণ, কর্তা ভজে ভর্তা মিলন; যত্র তত্র কর স্মরন।

। জলের দমে জলের হড়ণ; নব্য জলে চলে বরণ, জলে জলে টানাটানি জলেরই কারন; মিছে কেন কথা বাড়াই-জলে জলে জলেরই আপন। । ভিজে না ভিজে চোঁখ সমুদ্র জলে; জলে জলে কথা বলে জলের ই কলে, জলের কোলে জলের শয়ন; জল বিহনে হয়কি নয়ণ। ।

খোদা জলে দেবী জলে ঈশ্বর সেও মহাজনে; লেনা দেনা বেচা কেনা হয় জলে, সৃষ্টি ভজে কর্তা মেলে; কর্তা দিলে গর্তে জলে। । ধোয়ে জলে আগুন পেলে; সততায় শশ্য মেলে, বক্ষ জলে লক্ষ্য পেলে তিরতিরিয়ে উজান চলে। । পঞ্চাননের জলের পতন, সফেদ খাটে নাড়ীর মতন, দিব্যি ঘুমায় স্বপ্নে জমায়; গোধুলী আর চাঁদের ছায়ায়।

। চন্দ্রাদিত্যের টাণে; জলে জলে বন্যা বহে, বন্য হয়ে জলের টানে; যে সহে সে রহে। । প্রথম প্রকাশ ০৬ ০২ ২০১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।