আমাদের কথা খুঁজে নিন

   

হাইপারসনিক বিমানে এক ঘন্টায় লন্ডন থেকে বাংলাদেশ ।

হাইপারসনিক যাত্রীবাহী বিমান - এ২ যখন ২০৪০ সালের পর আকাশে উড়বে তখন তো বুড়া হইয়া যাইমু । এক ঘন্টায় লন্ডন থেকে বাংলাদেশ যাওয়া অসম্ভব মনে হলেও ইউরোপীয় কমিশন কাজ শুরু করে দিয়েছে । এ২’র গতি হবে শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি । ছবি + বিস্তারিত: যুক্তরাষ্ট্রের পরীক্ষণমূলক এই বিমানটির নাম ‘ওয়েভরাইডার' বা এক্স-৫১এ৷ এটি শব্দের গতির চেয়ে ছয়গুন বেশি জোরে চলতে চেয়েছিল৷ অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় সাত হাজার কিলোমিটার বেগে৷ এর ফলে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে সময় লাগতো এক ঘণ্টার চেয়েও কম৷ বর্তমানে যাত্রীবাহী বিমানগুলো চলে ৮০০ থেকে ৯৫০ কিলোমিটার বেগে৷ পরীক্ষণ চলাকালে বিজ্ঞানীদের আশা ছিল ওয়েভরাইডারকে অন্তত পাঁচ মিনিট ওড়ানোর৷ কিন্তু মাত্র ৩১ সেকেন্ডই প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে মনুষ্যবিহীন এই ফ্লাইটটি৷ বিমানের ‘ফিন' বা ডানায় ত্রুটির কারণে পরীক্ষাটি সফল হয়নি বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।