আমাদের কথা খুঁজে নিন

   

চানাচুরওয়ালার ড্রেস পড়া নায়ক

যুদ্ধ কিংবা বন্ধুত্ব, ক্ষমতাই প্রকৃত শক্তি আজকে হেব্বিমাঞ্জা দিয়া ঘর থেকে বের হইছিলাম , আশা ছিল এটলিস্ট ঢাকার ৭৫% পরিদর্শন করার, কিছু নতুন গালফ্রেন্ড জোটানো , সালামি গ্রহন (প্রয়োজনে শক্তি প্রদর্শন পূর্বক আদায়) রাস্তার মোড়ে দাড়ায়ে সমাজ সেবা। ইত্যাদি ইত্যাদি ... দিন শেষে এখন নিজেরে পুরাই নায়ক নায়ক লাগতেছে । মনে হচ্ছে আমি সেই বিখ্যাত নায়ক । যার পর্দার উপস্থিতিতে তিরিতির করে কেপে উঠতো কালো কালো ছোপ ছোপওয়ালা সিনেমার পর্দা। যার উপস্থিতি নারীমনে ঝড় তুলতো ন্যাশনাল ফ্যানের মতো , যার সাদা পেন্ট আর সাদা জুতা ছিল আমার অনেক বড় বড় ভাইয়াদের ট্রেন্ডি ফ্যেসান।

যিনি নাচের মুদ্রাতে এনেছিলেন নতুন মাত্রা, আকমার খান এর অন্তত ২০ বছর আগে ব্যালে আর কথকের ফিউশন করেছিলেন । ৮৯ সালের দিকে বিখ্যাত বাংলা চলচ্চিত্র “বেদের মেয়ে জোছনা” জাঁদরেল নায়ক “ইলিয়াস কাঞ্চন” , ছলছল নয়নে জেলের ২ শিক (মাঝে ১০ শিক ফাকা) ধরে গান গেয়েছিলেন "আমি বন্দী কারাগারে,আছি মাগো বিপদে,বাইরের আলো চোখে পড়ে না" । সারাদিন বিদ্যুৎ ছিল না , বাইরে বৃষ্টি , ফ্রেন্ড এর বাসায় আটকা পরছিলাম সকাল ১১ থেকে ৯ টা পর্যন্ত, নতুন পাঞ্জাবি পরা অবস্থায় নিজেরে চানাচুরওয়ালার বেশি কিছু মালুম হয় নাই । জানালার ২ শিক ধইরা আমিও করুন নয়নে আকাশের দিকে তাকাইয়া ছিলাম আকাশের দিকে । গাইতে ছিলাম।

I am in Jail, Oh ; mom , I am in pain…….. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.