আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কোথায় গেলে....?

এগিয়ে যাও ... রমজানের ঐ রোজার শেষে....... আর শুনতে পারলামনা। মোড়ের ক্যাসেটের দোকান পেরিয়ে প্রায় দৌড় দিয়ে পালিয়ে আসি....ঝর ঝর করে দু-চোখ দিয়ে অবিরত ঝরছে নোনতা বৃষ্টি। গলায় দলা পাকানো একটা কি-যেন! এই-তো শুনতে পাচ্ছি তুমি শ্বাস টেনে টেনে নীচু কন্ঠে ঐ কটি লাইন গুনগুনিয়ে যাচ্ছো.... এই-তো সেদিনই না??? মাত্র একটা বছর! হাত বাড়ালেই তো ছোয়া যায় সোনাঝরা দিনগুলো..... আমি কিসে থেকে পালাচ্ছি? একটু আগে সেলুনের ওযেটিং এ বসেছি, টিভিতে আবার সেই কটি লাইন... আর পারলামনা। পালিয়ে চলে আসলাম মাথা নিচু করে। অন্ধকার গলি থেকে গলি হাটতেই থাকলাম। কানে বাজছে তুমি গাইছো....... কেন? এটা তো খুশির ঈদ-ই!!! কোথায় তুমি আম্মা???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.