আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ উপলক্ষে স্পেশাল খিচুড়ি পোষ্ট ( বি : দ্র : এটি কোন রান্নার রেসিপি নয় )

ব্যাক টু দ্য প্যাভিলিয়ন জোকস আমার প্রিয় কিছু জোকস শেয়ার করলাম...... রোগী – ডাক্তার সাহেব , আমার সমস্যা হচ্ছে আমার নিজেকে সবসময় বাংলার শেষ নবাব মনে হয় .... ডাক্তার – আপনার অবস্হা তো সিরিয়াস ,আপনাকে স্যারের কাছে পাঠাতে হয়...... রোগী –কোন স্যার ? ডাক্তার – ডাক্তার মীর জাফর আলী খাঁ .......... ভাষণ দিতে ভালবাসতেন এক নেতা । ভাষণ দেওয়ার সময় তার সময়জ্ঞান থাক না । একদিন অনেকক্ষণ ভাষণ দেওয়ার পর থামলেন তিনি........... নেতা : দুঃখিত .....আজ অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি , আমার হাতে কোন ঘড়ি ছিল না । এক শ্রোতা দাড়িয়ে উঠে বলল 'ঘড়ি ছিল না তো কি হয়েছে , দেয়ালে ক্যালেন্ডারটাতো ছিল পেপার পড়ছিল রহিম...একটা গবেষণাধর্মী খবর নজরে পড়ল.... 'আপনি যখনি একটা নিঃশ্বাস ফেলছেন, ঠিক তখনি পৃথিবীতে তিন জন করে মানুষ মারা যাচ্ছে' রুবেল খবর টা শুনালো তার মা'কে - মা, আমি যখনি নিঃশ্বাস ফেলছি,তখনি তিন জন মানুষ মারা যাচ্ছে.... - হারামজাদা, এ জন্যেই তো্ বলি সকালে ভালো ভাবে দাঁত ব্রাশ করবি বিখ্যাত এক পশু চিকিৎসক । তার নাম যশ ভালই তবে একটাই সমস্যা ।

অপারেশনের পর তিনি পশুর পেটে গজ, ব্যান্ডেজ , কাচি ইত্যাদি রেখে আসেন । একদিন তিনি হাতির পেট অপারেশন করলেন । অপারেশনের পর তাকে খোশ মেজাজে দেখে সহকর্মি তাকে বললেন ' কি ব্যাপার আজ এত খুশি কেন ? ' ডাক্তার : আজকে কোন কিছুই ফেলে আসিনি , এ জন্যেই...। কিছুক্ষন পর দেখা গেল ডাক্তার তার কম্পাউন্ডারকে ডাকছেন..। রফিক ..।

এই রফিক..গেলো কই ব্যাটা ..... গল্প আমি গল্প লিখতে পারি না....... অনেক ব্লগার আছেন ভালো গল্প লেখেন , খুঁজে পড়ে নিন ভ্রমণকাহিনী কয়েকদিন আগে ট্রেনে ঢাকা থেকে চট্রগ্রামে এসেছি.....পুরা পথেই মরার মত ঘুমিয়েছি, তাই তেমন কিছু দেখিনি......( ভ্রমণকাহিনী শ্যাষ ) স্মৃতিচারণ আমাদের ছোট বেলার ঈদগুলো কত মজারই না ছিল । বন্ধুদেরকে ঈদ কার্ড দেওয়া ছিল যেন ঈদ উদযাপনেরই একটা অংশ। দুই থেকে পাঁচ টাকার মূল্যের সেই ছোট ছোট সস্তা কার্ডে যে আবেগ মেশানো ছিল তা এখনকার শত টাকা মূল্যের হলমার্কস ,আর্চিস গ্যালারীর কার্ডে খুঁজে পাওয়া যায় না । আর এখন আস্তে আস্তে এই ঈদ কার্ড বিনিময়ের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে । প্রযুক্তির উৎকর্ষতায় মাউসের এক ক্লিকে ফেসবুকের মাধ্যমে সবার কাছে এখন পৌঁছে যাচ্ছে ঈদের শুভেচ্ছা বার্তা ।

এজন্যেই হয়তো বলে ‘ বিজ্ঞান জীবনকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ । ’ ছোট্ট বেলার সেই ঈদগুলো এখনও মিস করি । ঈদের আগের দিনের আরেকটি আবশ্যক কাজের মধ্যে একটি হল দল বেঁধে ঈদের চাঁদ দেখতে ছাদে যাওয়া ,চাঁদ দেখা গেলে বাজি ফোটানো......। কিন্তু এখন মানুষ এতটাই যান্ত্রিক হয়ে পড়েছে যে চাঁদ খুঁজতে যাওয়ার চেয়ে টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখাটাই পছন্দ করে বেশি....। অবশ্য ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলোর জন্য এখন আকাশ -ই ঠিকমতো দেখা যায় না সেখানে চাঁদের কথা না হয় বাদই দিলাম........ ছড়া আমার এক বন্ধুর আসল নামের সংক্ষিপ্ত রুপ ছিল আমরা ই.আ.বা. ......।

আমরা ওকে অনেক সময় ইয়াবা বলে ডাকতাম... । ওর লেখা একটি ছড়া শেয়ার করছি আপনাদের সাথে.... কখনো বলতে পারিনি তোমায় , কতখানি ভালোবেসেছি দেখাবোনা কভু কত শতবার কান্না লুকিয়ে হেসেছি সত্যি জানি,গুনছো সময় প্রতিক্ষন মনে মনে আবেগ লুকিয়ে কথা বলে যাও প্রতিদিন ঐ ফোনে আঁধার হৃদয়ে জ্বালাবে আলো, তুমি ছাড়া বল কে আছে ? এইতো মাগো আর ক'টা দিন আসছি তোমার কাছে .....। সবাই ভাল থাকবেন............সাবধানে খাবেন..... ..অগ্রিম ঈদের শুভেচ্ছা..... ঈদ মোবারক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।