আমাদের কথা খুঁজে নিন

   

জানবাজী রেখে এইদ-উৎসবে নাড়ীর দিকে চলি/ ওইখানে গিয়ে গর্বকরে 'ঢাকায় থাকি' বলি।।

শুধু ভালবাসি, আর ভালবাসতে চাই। ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি, যেন ছোট্ট খোকার খুঁজে পাওয়া লাল রঙের বাঁশি। ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি, যেন স্কুল জীবনেরবছরশেষের বার্ষিক ছুটি উদ্দামহারা খুশির রেষারেষি। ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি, যেন কিশোর-যুবার একসঙ্গে মিলিত হওয়া সফর অতঃপর ছড়িয়ে যাওয়া নবদিগন্তে আসি। ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি, বয়সের ভারে নুয়েপরাদের সোনালী স্মৃতি আওরানো আর সঙ্গে থাকে নিদারুন কাশাকাশি। ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি, সমাজিকদের সমাজ রক্ষার অবিরাম চেষ্টা জনে জনে হাসির বহিঃপ্রকাশ, আত্মকেন্দ্রিক মানুষের কপাটবাঁধা ঘরকুনো খুশি প্যাকেজ সিস্টেমের আনন্দ- আছে হয়ত কর্পোরেট লেবাস!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।