আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও আমার আহ্লাদী ছাত্রী (এক্সক্লুসিভ্লি অন গাঁজাখোরজ ব্লগ)

মামু আমি সামুতে নতুন আইসি!! ব্যাং ব্যাং... আমি একটা পিচ্চি মেয়েকে পড়াই। ক্লাস থ্রিতে পড়ে। ওর ইঁচড়ে পাকা প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আমার প্রাণ যায়। - "স্যারর? " - "হু? - "আপনার গার্লফ্রেন্ড নেই?" -"না" -সত্যি বলছেন? - (একটু বিরক্ত হয়ে) "হ্যাঁ। কেন?? " - "না এমনি" ক্ষণিকের নীরবতা।

অতঃপর আবারো.... - "স্যার? আপনার কেন গার্লফ্রেন্ড নেই?" - (হতাশ হয়ে) "উফ! জানিনা" - স্যার!! বলেন না আপনার গার্লফ্রেন্ডের নাম কি?? - (একটু রাগত স্বরে) "বললাম না, নেই" ,সাথে একটু হালকা ধমকের সুরে যোগ করলাম, "লিখতে বললাম না? লিখছো না কেন? লিখো। " এরপর কলম দিয়ে খাতায় কিছু একটা লিখতে যেয়ে, একটু থেমে কি যেন একটা ভেবে, কলমটা মুখের মাঝে ঢুকিয়ে এমন ভাবে চুষতে থাকে যেন কলমের পশ্চাৎদেশ চুইয়ে চুইয়ে মধু পড়ছে!! ঈষৎ চিন্তামগ্ন ভাবে মধু খেতে খেতে হঠাৎ সে প্রশ্ন করে বসে- - "স্যার আপনার গার্লফ্রেন্ড দেখতে কেমন?" এ কী বিপদে পড়লাম রে বাবা! বুঝতে পারি, একে এসব বলে কাজ হবে না, তাই এবার ভোল পাল্টাই, ভোল পাল্টিয়ে ঝটপট উত্তর দিই- -"খুউব সুন্দরী। " এই কথা শোনা মাত্রই হঠাৎ বেশ উত্তেজিত হয়ে উঠে আমার ছাত্রী। গলার স্বরে কিছুটা রুক্ষতার আভাস- - "স্যার?? এত্তগুলা মিথ্যা কথা বললেন কেন? আপনার গার্লফ্রেন্ড আছে বলতে প্রব্লেম কি? " (আলালের ঘরের দুলালি বলে কথা! ইংলিশ মিডিয়ামে পড়ে, একটু চালু মাইয়া তো হতেই হবে। তার উপর আবার বেশ জোরেই বলছিল কথাগুলো।

গড নোউস, কখন না পাশের রুম থেকে ওর মা শুনে ফেলে এসব? তারপর যদি জানতে চায় কি নিয়ে কথা চলছে? আর এমন উত্তেজিত হতেও কখনো দেখিনি পিচ্চিটাকে। বেশ ভয় পেয়ে গিয়েছিলাম বৈকি! কিন্তু অতঃপর তাহার উত্তেজনার আকস্মিক প্রশমণ। একটু থেমে বেশ কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো, -"আপনারা ডেইট টেইট করেন না? ডেইট করতে কোথায় যান?" আর মনে মনে ভেবে নিচ্ছিলাম প্রশ্নগুলোর উত্তর কি দেয়া যায়। কিন্তু, আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ও বলে চললো... - "ওহ শিট! আপুর নাম টাই তো বলেননি এখনো। আপু কি আপনার সাথেই পড়ে? আমাকে একদিন আপুর সাথে দেখা.... " অপস... জীবন টা আমার দুর্বিষহ হয়ে গেল।

এইটারে ধমক দিতে পারিনা। একটু কড়া কথা শোনালে অথবা কিছুটা শাসন করার চেষ্টা করলেই অশ্রুর বন্যা বইয়ে দেই। পড়াশুনা কিছু করেনা। না করলে না করুক পড়াশুনা, তাতে আমার তেমন কিছু আসে যায় না। প্রবলেম একটাই আমি ওকে একটুও কনট্রোল করতে পারিনা।

আর আমি ওকে কি আর পড়াবো?? ও আমাকে উলটো "প্রেমোলজী" শেখায়। - "স্যার, আপনি আপনার গার্লফ্রেন্ডকে সময় দেন না কেন?? কই আমার সামনে তো কথা বললেন না কখনো? কিংবা এস। এম। এস ও তো দেন না। রাতে কথা বলেন তো??" আমি কি বলবো ভেবে বের করার আগেই বুঝে যাই আমাকে কিছু বলতে হবে না, ও-ই বলে যায়, - "স্যার শোনেন, আপুকে কখনো কষ্ট দিবেন না কিন্তু! আপু কিন্তু আপনাকে অ......নে.....ক লাভ করে!! " আললাহ জানেন, এই মেয়েকে আমি ক্যামনে বোঝাবো আমার গার্লফ্রেন্ড নেই।

গার্লফ্রেন্ড নিয়ে আমার কোন মাথাব্যাথাও নেই। আললাহ জানেন, এই আহ্লাদী মেয়েটাকে আমি কিভাবে সামলাবো ! ****************************************************************************************************** পুনশ্চ ১ : লেখাটি এর আগে Monday, September 27, 2010 আমার ফেসবুক নোট হিশেবে প্রকাশিত হয়েছিল। পুনশ্চ ২ : আমি আর এখন কারো গৃহপালিত শিক্ষক নই। আমি এই পেশা টা কে মনে প্রাণে ঘৃণা করি। পুনশ্চ ৩ : গার্লফ্রেন্ড নিয়ে এখন আমার যথেষ্ট মাথাব্যাথা আছে।

আমি কোন এক নোয়াখাইল্যা (দুর্ভাগ্যবশত) মহাসুন্দরীর প্রেমে ফাইস্যা গেসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।