আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ২০১৩ : প্রথম টেষ্ট নিয়ে আমার পর্যালোচনা : প্রথম পর্ব (প্রথম ও দ্বিতীয় দিন )

ফেসবুক আইডি : https://www.facebook.com/arefin.rasel ১ম দিন : ১) মুশফিকের টস ভাগ্য খুব একটা সুবিধার না । সর্বশেষ শ্রীলঙ্কার সাথে সিরিজেও বেশীরভাগ ম্যাচেই টসে হেরেছিল মুশফিক । তাই টসের সময় একটু চিন্তায় ছিলাম ,কারন হারারের মাঠে টসে জিতাটা বেশী গুরুত্বপূর্ণ ছিল । অবশেষে টস হলো এবং কাঙ্খিত টসটা জিতলো বাংলাদেশ। পিচের সিমিং ও বাউন্সি চরিত্রের কারনে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ।

২) অধিনায়কের সিদ্ধান্ত যৌক্তিক প্রমানের দায়িত্ব ছিল দুই ফাস্ট বোলার রবিউল ও রুবেলের । প্রথম সেশনে তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করলো । বিশেষ করে রবিউল সম্ভবত তার জীবনের সেরা বোলিং টাই করলো প্রথম সেশনে । সেকারনে খুব দ্রুতই ২টা উইকেট তুলে নিয়েছিল সে । রবিউলের বলের দুই দিকে সুইং করাতে দেখে মনে হচ্ছে তার দিকে নির্বাচকদের আরো বিশেষ নজর দেয়া উচিত্‍ ।

৩) গত কয়েক সিরিজ থেকেই দেখছি বাংলাদেশের ফিল্ডিং এর মান নিচের দিকেই নামছে । বিশেষ করে ক্যাচিংটা খুবই খারাপ হচ্ছে । প্রথম দিনই ক্যাচ ফেলেছে ৩টা । আন্তর্জাতিক ক্রিকেটে এতো ক্যাচ ফেললে ম্যাচে টিকে থাকাটা কঠিন । ক্যাচিং এর দিকে খুব দ্রুতই নজর দেয়াটা জরুরী হয়ে পড়েছে ।

৪)ব্রেন্ডন টেইলরের ফর্ম যা থাকুকনা কেন ,প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলেই একেবারে জ্বলে ওঠে তার ব্যাট । এ টেষ্টেও তার ব্যাতিক্রম হলোনা । ক্যাচ মিসের সুযোগ নিয়ে করে ফেললেন তার তৃতীয় টেষ্ট সেন্চুরি । যার শেষ দুটি কিনা বাংলাদেশের সাথে পরপর দুই ইনিংসে । বাংলাদেশের গত জিম্বাবুয়ে সফরের একমাত্র টেষ্টের ২য় ইনিংসেও সেন্চুরী করেছিলেন টেইলর ।

৫) সীমিং পিচে প্রথম দিনে খুব একটা সুবিধা করতে পারেনি স্পিনাররা । সেজন্যই কিনা সারা দিনে সোহাগ গাজীকে দিয়ে মুশফিক বল করালো মাত্র ১১ ওভার ! ৬) বাংলাদেশের সাথে খারাপ আম্পায়ারিং একেবারেই যেন নিয়তি হয়ে গিয়েছে । প্রতি ম্যাচেই কয়েকটা ভূল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে । প্রথম দিনেই রবিউলের বলেই ২-৩টা এলবিডব্লিউ এর জোরালো আবেদন ছিল । এরমধ্যে একটা একেবারেই নিশ্চিত আউট ছিল ।

শেষ বেলায় রুবেলের বলে চিগুম্বুরা বোল্ড ,সেটাকেও আউট দেয়া হলোনা থার্ড আম্পায়ার নো বল দেয়ার কারনে । কিন্তু রিপ্লেতে বারেবারেই দেখা যাচ্ছিল ওটা কোনভাবেই নো বল ছিলনা । ফিল্ড আম্পায়ারের পর থার্ড আম্পায়ারও যদি এরকম ভূল সিদ্ধান্ত দেয় তবে তা খুব হতাশ করে । ৭)এই প্রথম বাংলাদেশের কোন টেষ্টে ৩য় সিমারের অভাববোধ করলাম । রবিউল,রুবেলের বোলিং দেখে মুশফিকও মাঠে ৩য় সিমারের অভাববোধ করলেন,তাই পার্টটাইম অফ স্পিনার নাসিরকে দিয়ে মিডিয়াম ফাস্ট বোলিং করালেন কয়েক ওভার ।

২য় দিন : ১) ৩৮৯ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস । জিম্বাবুয়ে এই রান করতে সময় নিয়েছে ১৫২.৩ ওভার,রানরেট ২.৫৫ যা বর্তমান টেষ্ট ক্রিকেটের সাথে খুবই বেমানান । তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে তাদের প্রথম লক্ষ ড্র । সর্বশেষ ওয়েষ্ট ইন্ডিজের সাথে হোয়াইটওয়াশ হবার কারনে বাংলাদেশের সাথে ড্র টাই জয়ের স্বাদ দেবে তাদের । ২) টেইলর ও ওয়ালার এবং টেইলর ও ক্রিমার জুটি দুইটা খুবই ভুগিয়েছে বাংলাদেশকে ।

উইকেটের আশায় মুশফিক শেষ পর্য়ন্ত ফিজিওর নির্দেশ উপেক্ষা করে সাকিবকেও বোলিং এ নামাতে বাধ্য হয় । ২ স্পেলে ৭ ওভার বোলিং করে সাকিব । ৩) প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা ছিল আক্রমনাত্মক । অতি আক্রমনাত্মক ব্যাটিং এর কারনে শুরুতে কয়েকটা আউটের সুযোগও করে দেয় জিম্বাবুয়েকে ,যদিও ক্যাচ ফেলার কারনে সুযোগ গুলা নিতে পারেনি জিম্বাবুয়ে । ৪)এই ম্যাচের আরেকটা বাজে দিক হলো জঘন্য ধারাভাষ্য ।

ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের কেউ নেই ,সব জিম্বাবুয়ের ধারাভাষ্যকার । অখ্যাত সব ধারাভাষ্যকারের পক্ষপাতদুষ্ট ধারাভাষ্য শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে । প্রতিটা ক্ষেত্রে জিম্বাবুয়ের অতিরিক্ত প্রশংসা করছে সারাক্ষন । আম্পায়ারের প্রত্যেকটা ভূল সিদ্ধান্তকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে দুই দিন ধরে । আর প্রতিমুহূর্তে অখ্যাত সব জিম্বাবুয়ে খেলোয়াড়কে বিভিন্ন দেশের ভালো ভালো খেলোয়াড়ের সাথে তুলনা তো আছেই ।

কৌশলে বাংলাদেশের খেলোয়াড়দের ছোট করে কথা বলছে,বাংলাদেশের কেউ ভালো বোলিং করলে বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রশংসা না করে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিচ্ছে বলটি মোকাবেলা করতে পারায় । বিরক্তির চরম সীমায় পৌছে গেছি এইরকম বাজে ধারাভাষ্য দেখে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.