আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষ মানে উপহার, সুদ মানে লাভ

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । যে অবৈধ পথে আয় করে সে ধার্মিক নয় । যে দেশে ঘুষ মানে উপহার আর সুদ মানে লাভ , সে দেশে রাষ্ট্রধর্ম কি হবে তা নিয়ে কথা বলা ছাগলামী । এমন দেশকে কোন ধর্মের প্রতি আরোপ করা মানে ধর্মেরই বদনামী । তবুও কিছু ধর্ষক,খুনী ধর্মের নামে গাড়িতে পতাকা উড়ায় ! তবুও কিছু ঘুষখোর মাতাল উলঙ্গ তরবারী হাতে হুন্কার দেয় ! যাক সেসব কথা , নিজের ব্লগে অন্যের গুনগাওয়া বন্ধ রাখি ! আজকে খুব ভয় পেলাম... প্রিয়জনের মৃত্যু ভাবনা সহ্য করা আসলে খুবই কঠিন । আবার একটা জিনিস নতুন করে বুঝলাম, যে যত বেশি অসহায় সে তত বেশি ভীতু...। অসহায়ত্বকে জয় করতে না পারলে ভয় নামক অনুভুতি থেকে মুক্তি পাওয়া দুস্কর । ভয়কে জয় করার জন্য অনেক ধরনের সাইকোলজিক্যাল ওয়েতে ট্রিট করছি কিন্তু মৃত্যুর ভয় কেন যেন আমাকে অসহায় করে রাখে ! তাই বলে আবার নিজেকে জানার চেষ্ঠা যে করছি না তাও না.. ... কোন এক জ্ঞানী লোকে বলেছিলেন, অন্যকে যে বুঝতে পারে তাকে জ্ঞানী বলে কিন্তু যে নিজেকে বুঝতে পারে তাকে আলোকিত বলা হয় । তাই নিজেকে আলোকিত করতে হবে ...ভয়কে জয় করার জন্য আমার অনেক অনেক আলোর দরকার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।