আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ’টি পড়ার জন্য সবাইকে দৃষ্টি আকর্ষন করছি

পি এম বাহার আহমেদ এক চিলতে মাটি থেকে ইশ্বর যখন আদম দৃষ্টি করেছিলেন, ইশ্বরের সাথে কমিটমেন্ট ছিল তার অনুসৃত পথে চলবো। তার জন্য পুরস্কার ঘোষণাও করেছিলেন। কিন্তু ইশ্বর যখন ভাগ্য রচনার ভার আমার হাতে তুলে দেন-অগত্যা কমিটমেন্ট সম্পর্কে ভুলে যেতে হয়। এবং নিজেকে এই পথের অনুসৃত করি, যেখানে স্রষ্টা সম্পর্কে বিতর্ক ছাড়া কিছু নেই।   বনী আদমের এক সম্ভ্রান্তপুত্র মানুষের ভুলগুলো সুধরে দিতে পৃথিবীতে আবিভার্ব হয়।

তিনি প্রচার করেন শান্তির কখা, অদ্বিতীয় সত্বার কথা। এবং প্রত্যেক মানুষের শান্তির উৎস তিনি যেভাবে আবিস্কার করতে সক্ষম হয়েছেন, তার পেছনে সেই অদ্বিতীয় সত্বার হাত ছিল। অথচ অনেকে তা বিশ্বাস করেন নি। আবার অনেকে বিশ্বাস করেছিলেন এবং তার ঘোষিত পুরুস্কারের অপেক্ষায় রয়েছেন।   আমাদের ভাগ্য অযথা মৃত্যুর পরেও কংক্রিটের ‘চার’ দেয়ালের মত খুব কঠিন কিছু বস্তুর আকর্ষণ নিয়ে যে ক্রান্তিলগ্নের ঘোষেণা পেয়েছি, তার সম্পর্কে দেড় হাজার বছর আগেই একদল স্রষ্টাভক্ত অবগত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.