আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী ১০টি ব্লগ, আর ব্লগ দিবসের ছবি (বিজয়ী কয়েকজন ব্লগারদের ছবি সহ আপডেটিত)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
লেখক: দাসত্ব ব্লগ: মুক্তিযুদ্ধের সেই কিংবদন্তী গুলো : ইয়াহিয়া খানের সেক্স অর্গি , বোরকা পরা গেরিলা আর রাজাকারদের দ্বিচরিত্র লেখক: অর্ফিয়াস ব্লগ: মুক্তিযুদ্ধকালিন নয় মাস বন্দী থাকা এক ইপিআর সদস্যের স্মৃতিচারন লেখক: হাসান ইকবাল ব্লগ: জীবন, সাহিত্য, মুক্তিযুদ্ধ এবং বাবার গল্প -হাসান ইকবা লেখক: ভালবাসার দেয়াল ব্লগ: কষ্ট আর চেতনায় গড়া আমার বাংলাদেশ লেখক: জুন ব্লগ: একাত্তরের সেই রাত লেখক: সায়েম মুন ব্লগ: ছোটগল্পঃ আমাদের স্বার্থপরতা এবং মায়ের শেষ চিঠি লেখক: অনুলেখা ব্লগ: বীরঙ্গনার বাসর লেখক: শামীম শরীফ সুষম ব্লগ: একজন পরাজিত মুক্তিযোদ্ধা লেখক: সৈয়দ ইবনে রহমত ব্লগ: মুক্তিযোদ্ধা আদম আলীর শূণ্য ভিটা লেখক: বাবুল হোসেইন ব্লগ: যুদ্ধ বিজয়ী ব্লগারদের মধ্যে যারা বাংলা ব্লগ দিবসে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি তাঁদের অনুরোধ করা হচ্ছে সামহোয়‍্যার ইন... অফিস থেকে পুরস্কার সংগ্রহ করে নিতে। ঠিকানা: 'ইসলাম লজ' সামহোয়্যার ইন... বাড়ী: ১৪ সড়ক: ১৬/এ গুলশান-১ ঢাকা-১২১২ যোগাযোগ: সৈয়দা গুলশান ফেরদৌস জানা ০১৭১৩ ০০৮ ৯০০ প্রিয় ব্লগার বন্ধুরা আপনারা অনেকেই অনুরোধ করেছেন ছবির সাথে ব্যক্তির পরিচয় দেবার জন্য। একভাবে এটা একদম স্বাভাবিক কৌতুহল এবং যথার্থ, যদিও ব্যক্তির নিজস্ব অভিমত এমন হয় যে তিনি নিজের পরিচয় জানাতে চাননা, তাহলে আমি তাঁর বা তাঁদের পরিচয় প্রকাশ করে অপরাধী হয়ে থাকবো। এজন্যই ব্যক্তির ছবির সাথে কোন না দিচ্ছিনা, দয়া করে বিষয়টি একটু বিবেচনায় রাখবেন। আপনাদের সদয় কমেন্ট ও অংশগ্রহণের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ব্লগ প্রতিযোগিতায় পুরুষ্কার বিজয়ী ব্লগার জুন ব্লগ প্রতিযোগিতায় পুরুষ্কার বিজয়ী ব্লগার বাবুল হোসেইন ব্লগ প্রতিযোগিতায় পুরুষ্কার বিজয়ী ব্লগার সৈয়দ ইবনে রহমত ব্লগ প্রতিযোগিতায় পুরুষ্কার বিজয়ী ব্লগার শামীম শরীফ সুষম ব্লগ প্রতিযোগিতায় পুরুষ্কার বিজয়ী ব্লগার হাসান ইকবাল ব্লগ প্রতিযোগিতায় পুরুষ্কার বিজয়ী ব্লগার সায়েম মুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.