আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি-গেরিলা ডাউনলোড লিংক সহ

নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত “গেরিল" Rotten Tomatoes: 79% Audience: 65% Imdb Rating: 7.8 Personal Rating: 9.5/10 এই পরিচালকের আরকটি মুভির কথা না বললেই নয় ঐ বছরই আমি এসএসসি পাশ করেছি সেই মুভিটা আজ মনে পরে “একাত্তরের যিশু” এই মুভিটা টেলিষ্কপে করে টাউন হলের সামনে দেখানো হয়েছিল। একাত্তরের যিশু ছবির পোষ্টার নিচে 'গেরিলা'-এর কাহিনী ১৯৭১ সালের, ঢাকা থেকে গেরিলা নামক একটি মুক্তিযোদ্ধাদের মিশন নিয়ে এই মিশনের মুখপাত্র হলেন বিলকিস বানু (জয়া আহসান) এবং তার সহকর্মীরা। গেরিলা সিনেমার মূল কাহিনী গড়ে উঠেছে বিলকিস(জয়া আহসান) কে ঘিরে । বিলকিসের অসামান্য অবদানকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর ভাবে । বিলকিসের স্বামী হাসান (ফেরদৌস) ১৯৭১ সালের ২৫ মার্চ ধরে নিয়ে যায় পাক আর্মি।

বিলকিস সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনা কিন্তু সে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য সহযোগীতা করে । বিলকিসের সাথে সাহায্য করে আরেকজন সমাজের উচ্চশ্রেণিয় মিসেস খান (শম্পা রেজা) এবং কবি ও গীতিকার আলতাফ মাহমুদ (আহমেদ রুবেল)। বিলকিস থাকেন শ্বশুর বাড়িতে শ্বাশুরি এবং ভাসুর (এটিএম সামসুজ্জামান)-এর সাথে। কাহিনীর চরম উত্তেজনা সৃষ্টি হয় যখন বিলকিস সিদ্ধান্ত নেয় যে, পাকিস্তানী অনেক কর্মকর্তা একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবে যে ক্লাবে সেখানে আক্রমন করবে। বিলকিসকে প্রবেশ করানোর দায়িত্ব নেন মিসেস খান।

বিলকিসের পরিকল্পনা হচ্ছে পার্টিতে প্রবেশ করে টয়লেটে বোমা লাগিয়ে বেড়িয়ে পরবে বিলকিস এর পর আর নয় এবার দেখুন ............... গেরিলা। আমার কাছে চরম ভাল লেগেছে। ছবিটি নিজে দেখুন এবং অন্যকে দেখেতে উৎসাহীত করুন। জয়া আহসানের অভিনয় ছিলো অসাধারণ । জয়া Awesome অভিনয় করেছে।

পরিচালকের প্রশংসা করার মত কাজ করেছেন তার অক্লান্ত পরিশ্রম চোখে পড়ার মতো ছিলো যুদ্ধের দৃশ্যগুলো এবং পাকিস্তানি বাহিনীর ক্যাম্পগুলো বেশ সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে । আরেকটা বিষয় IMDb ভোট দিতে ভুল করবেন না। টরেন্ট ফাইল সরাসরি ইউটিউবে সম্পূর্ণ মুভি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.