আমাদের কথা খুঁজে নিন

   

সুপারক্যারিয়ার ; ইউ এস এস হ্যারি এস ট্রুম্যান

আমার লেহা সবাই কপি মারবা ,দেহি কার কত সাহস । ক্যারিয়ার হচ্ছে এমন এক প্রকার যুদ্ধ জাহাজ যা সমুদ্রে ভাসমান অবস্থায় সামরিক উড়োজাহাজের রানওয়ে হিসেবে কাজ করে । বিশ্বের প্রায় সকল পারমানবিক শক্তিধর দেশ গুলোরই ক্যারিয়ার রয়েছে । আজ আমরা জানবো আমেরিকার গর্ব সুপার ক্যারিয়ার ইউ এস এস হ্যারি এস ট্রুম্যান সম্পর্কে । আমেরিকার বর্তমানে ১১ টি সুপার ক্যারিয়ার আছে ।

এগুলোর মধ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, ইউএসএস রনাল্ড রিগ্যান , ইউএসএস আব্রাহাম লিংকন উল্লেখযোগ্য । হ্যারি এস ট্রুম্যান নিমিটস ক্লাস সুপার ক্যারিয়ারের মধ্যে অষ্টম । এর নামকরণ করা হয় আমেরিকার ৩৩ তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান কে স্মরণ করে । ২০০১ সালে অফিসিয়ালি যাত্রা শুরু করে এটি এ পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ গ্রহণ করেছে । এর মধ্যে অপারেশন ইরাকি ফ্রিডম , অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, অপারেশন ডিনাই ফ্লাইট উল্লেখযোগ্য ।

ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর ছবি ইউএসএস ট্রুম্যান লম্বায় ১০৯২ ফিট বা ৩৩৩ মিটার এবং প্রস্থে ২৫৭ ফিট বা ৭৮ মিটার। এটি উচ্চতায় ২৪৪ ফিট যা কিনা প্রায় ২৪ তলা বিল্ডিং এর সমান । এটি এর সাড়ে ৪ একর ফ্লাইট ডেকে প্রায় ৮০ টি এয়ার ক্র্যাফট কে বহন করতে সক্ষম । এটি ৬০০০ এর উপর ক্রু এর বাসস্থান এর কাজ করে । এতে রয়েছে ৪ টি ্ডিস্টিলিং ট্যাংক যা দৈনিক ৪০০০০০০ ইউএস গ্যালন সুপেয় পানির যোগান দেয় ।

এই বিশালাকার জল দানবকে বেধে রাখতে ব্যবহার করা হয় দুইটি দৈত্যাকার এংকার যার প্রত্যেকটির ওজন ৩০ টন । এই সুপারক্যারিয়ার তৈরি করতে আমেরিকান সরকারকে ব্যয় করতে হয়েছিল প্রায় সাড়ে ৪ বিলিয়ন ইউ এস ডলার । A4W nuclear reactors এর সাহয্যে চালিত এই জাহাজটি ঘণ্টায় ৩০ নট বা ৫৬ কিমি গতিতে চলাচলে সক্ষম । ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর ব্যটল ফ্ল্যাগ সুপার ক্যারিয়ারের ব্যবচ্ছেদ ছবি প্রথমে বলেছিলাম এই সুপার ক্যারিয়ার টি চালাতে প্রায় ৬ হাজার ক্রু দরকার । বিশাল এই বাহিনির মধ্যে অন ডেক ক্রু এর কাজ সবচাইতে গুরুত্ব পূর্ণ।

এদের বিভিন্ন জনের রয়েছে বিভিন্ন কাজ। সহজেই যাতে সনাক্ত করা যায় তাই এই ক্রু দের দেওয়া হয় আলাদা আলাদা রঙের পোশাক । আসুন দেখি বিভিন্ন রঙের লোকজনদের কাজের সংক্ষিপ্ত বর্ণনা ডেক ক্রু এর ছবি সাদা পোশাকঃ সাদা পোশাক পরে থাকে নিম্নোক্ত লোকজন - * মেডিকেল অফিসার * সেফটি অফিসার * স্কোয়াড্রন প্লেন ইন্সপেক্টর * এয়ার ট্রান্সফার অফিসার * ল্যান্ডিং সিগন্যাল অফিসার * লিকুইড অক্সিজেন ক্রু বাদামি পোশাক ঃ বাদামি পোশাক পরে থাকেন - * এয়ার উইং অফিসার * এয়ার উইং লাইন পেটি অফিসার লাল পোশাক ঃ লাল পোশাক যারা পরেন তারা হলেন - * অরডন্যান্স ম্যান * ক্রাশ ক্রু * এক্সপ্লসিভ অরডন্যান্স ডিস্পোসাল হলুদ পোশাক ঃ হলুদ পোশাক ধারীরা হলেন - * এয়ারক্রাফট হ্যান্ডলিং অফিসার * প্লেন ডাইরেক্টর সবুজ পোশাকঃ সবুজ পোশাক পরেন - * এয়ার উইং মেইন্তেইনেন্স অফিসার * কার্গো হ্যান্ডলিং অফিসার * হুক রানার * গ্রাউন্ড সাপোর্ট ইকুপমেন্ট ট্রাবলশুটার নীল পোশাক ঃ নীল পোশাক পরেন - * প্লেন হ্যান্ডলার * এয়ার ক্রাফট এলিভেটর অফিসার * ট্রাক্ট্রর ড্রাইভার বেগুনী পোশাক ঃ বেগুনী পোশাক পরেন - * এভিয়েশন ফুয়েলস ছবি ও তথ্য - উইকিপিডিয়া ও গুগল । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.