আমাদের কথা খুঁজে নিন

   

এবার যে কোন ছবিতে জলছাপ দিন এও এও ওয়াটারমার্ক প্রো দিয়ে ফুলভার্ষন মিডিয়াফায়ার

পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আপনাদেরকে জানায় পবিত্র ঈদউল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়াটারমার্ক প্রো। আমরা অনেক সময় নিজের ব্যাক্তিগত সাইটের প্রচারনাই অনেক গুরত্ত পূর্ন ছবি দিয়ে থাকি আর ছবির মাঝে জলছাপ হিসাবে আপনার ছবি বা নাম দিয়ে থাকি । আবার অনেক সময় এমন ও হই আপনার ছবিটা আপনার বন্ধু নিয়ে আরেকজনকে দিলো আর বললো এইটা আমার কালেকশনের তখন আপনার মেজাঝ খারাপ হওয়ারি কথা । কিন্তু কি করবেন মেজাঝ খারাপ করে এখন থেকে আপনি আপনার ছবির মাঝে আপনার না বা সাইটের নাম দিয়ে প্রচারনা করতে পারেন। বা এইটা যে আপনার কালেকশনের তার ও প্রমান রাখতে পারবেন ছবিতে জলছাপ দিয়ে ।

কিন্তু নেটে অনেক জলছাপের সফ্টওয়ার পাওয়া যায় কিন্তু ট্রায়াল আবার ফুলভার্ষন হলে তেমন কোন হট ফিচার নেই । আমার দেখা এই Aoao.Watermark সবচায়তে সেরা । তাহলে আসুন দেখে নিই কি কি ফিচার আছে। ১ মিনিটে একসাথে ৫০০ ছবি ওয়াটার মার্ক করার সুবিদা। কপিরাইটস,ট্রেডমার্ক,রাইট এইধরনের অনেক সেম্বল।

একসাথে সব ছবি রিসাইজ এবং ক্রুপ করার সুবিদা। আরো অনেক কিছু বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল সাইট এইটা উইনডোজ এক্সপি , ভিসটা , সেভেন , এবং এইটে চলবে। ফুলভার্ষন করতে আগে সফ্টওয়ারটি ইন্সটল দিন তারপর রান করাবেন না সেটাপের শেসে লান্চ থেকে টিক চিন্হ তুলে দিয়ে ফিনিশ দিয়ে দিন তারপর আপনার ক্রেক ফোল্ডরের ভিতরে দুটি ফাইল পাবেন এগুলা (C > Program Files > AoaoPhoto Digital Studio > AoaoWatermark এইখানে নিয়ে পেষ্ট করে দিন কোন কিছু চাইলে কপি এন্ড রিপ্লেস দিয়ে দিন 29$ মূল্যের সফ্টওয়ারটি হয়ে গেলো ফুল ভাষর্ন। সাইজ: ৯ এমবি মিডিয়াফায়ার লিংক ডাউনলোড করুন এখান থেকে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.