আমাদের কথা খুঁজে নিন

   

এবার মারিও গেম খেলুন আপনার পিসিতে তাও এবার 3D তে!!!

আমি সর্বদা এখানে আছি কপি পেস্ট করার জন্য

আমার মনে আছে ছোটবেলায় আমি ভিডিও গেম খেলার জন্য বন্ধুর বাড়ি গিয়ে বসতাম। আর আমার সেই ছোট বেলার সবচেয়ে পছন্দের গেম ছিল মারিও। যাই হোক আমি আপনাদের সেই মারিওর কথা বলছি যা আপনি এখন খেলতে পারবেন আপনার পিসিতে। এই মারিওর রিলিজ হয়েছিল ২০০৪ সালে থ্রিডি রূপে। যা কিনতে খরচ পড়ত প্রায় ২০,০০০ টাকা।

যাইহোক মারিও সম্বন্ধে আর কিছু আপনাদের বলতে হবে না মনে হয় কারণ, এ সম্বন্ধে সবই আপনাদের জানা। নিচে এই গেমের কয়েকটি স্ক্রিণসট দিলামঃ ব্লগের শেষে এই গেমের লিংক দেওয়া আছে ইচ্ছা থাকলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর গেমটি দেখতে পাবেন জিপ ফাইলে আছে, এক্সট্রাকট করার জন্য WINRAR ব্যবহার করুন। Extract করা হয়ে গেলে ফোল্ডআর খুললে দেখবেন Project64 বলে লিখা আছে সেটি ওপেন করুন। এখন ফাইল এ গিয়ে ওপেন রম সিলেক্ট করুন।

এবার আপনি ওপেন নামে উইন্ডো দেখতে পাবেন। সেখান থেকে ডিরেক্টরি হিসাবে সিলেক্ট করুন এভাবে SuperMario64/Roms/Super Mario 64 (U).z64 ব্যস, এবার Super Mario 64 (U).z64 এ ক্লিক করলেই গেম চলতে শুরু করবে। এবার কনট্রোলএর জন্য বাকি step গুলো নিজেই আবিষ্কার করুন। ডাউনলোড লিংক কোনও রকম সমস্যা থাকলে আমাকে জানাবেন। আর ভালো লাগলে রেট করবেন প্লিজ।

গেম খেলে কেমন লাগল তাও জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.