আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতিতে হাশরের সেই কঠিন সময়

আমি তোমাদের গান গাই নামাজ পড়ে আসলাম। আজ ছিল জুমাতুল বিদা আমার স্মরন ছিলনা। তাই একটু দেড়ি করে ফেলি নামাজে যেতে গিয়ে দেখি আমার কোন জায়গা নাই। মসজিদের তিন তলা পর্যন্ত মুসল্লিদের উপস্থিতি । বাধ্য হয়ে ছাঁদে নামাজ আদায় করতে হল।

সেকি গরম যেন সূর্যটা মাথার উপরে নেমে এসেছে। নিচে বিছানোর মতও সাথে কিছু নেইনি। আল্লাহর মেহেরবানীতে অবশেষে পেয়ে গেলাম। সেখানে কিছু লুঙ্গি শুখাতে দেখা যায়। তাই ছাঁদের গরম তাপটা থেকে পা ও কপাল বাঁচাতে বাধ্য হয়ে না বলেই লুঙ্গি নিতে হল।

কুতবা শুরু হল মাজে মধ্যে বাতাস এসে শান্তি দিয়ে যায়। সারা শরীর ঘেমে ভিজে গেল। হঠাৎ মনে হয়ে গেল হাশরের সেই সময়ের কথা যেখানে পৃথিবীর সব প্রাণীর বিচার ও হিসাব-নিখাশ করা হবে। সে সময়ও তো সূর্য আমাদের মাথার টিক অর্ধেক হাত উপরে অবস্থান করবে। তখন তো আমাদের অবস্থা আজকের চাইতে আরও কঠিন হবে।

তখনকার অবস্থার চাইতে আজকের অবস্থা নিঃসন্দেহে অনেক শান্তি প্রিয়। হে আল্লাহ তুমি সর্ব শক্তিমান ক্ষমাশীল তুমি আমাদের মাফ কর। হাশরের সেই কঠিন সময়ে তুমি আমাদের রক্ষা কর মাবুদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.