আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য প্রযুক্তির উন্মেষ , সমাজ এবং জাতীয় জীবনে এর নানামুখী প্রভাব , আমরা কতটা সচেতন ???

ানা ভাঙ্গা পাখির দল তোমার আর আমার হারিয়ে যাবার সাক্ষী ! আমি তো হারিয়ে যাবো ঠিক ই ।। অজানা অহংকারে , মিছে দাম্ভিকতায় আর অর্থহীন জেদে ! ডানাভাঙ্গা পাখিরা ঠিক ই মনে রাখবে ! আমরা অনেক শুনেছি প্রতিবাদ, আন্দোলনে ইন্টারনেট এর প্রভাব নিয়ে ! আমরা শুনেছি তথ্য বিপ্লবের কথা এবং তা কিভাবে চীন, রাশিয়া , সোভিয়েত ইউনিয়নের কিংবা ইরানের মত দেশ গুলোতে ছড়িয়ে পড়ে ! ধরে নেয়া হতো আসলে ইন্টারনেট খুবই চমৎকার একটি প্রযুক্তি যখন এটি ব্যবহার হয় গনতন্ত্র প্রচারে ! তখনি আসেন Cyber-utopianism এর ভাবধারায় বিশ্বাসী লোকজন ! Cyber-utopianism হলো তারা যারা সচেতন ইন্টারনেট স্বাধীনতার অন্ধকার দিক টা নিয়ে সচেতন! তারা বিশ্বাস করত ইন্টারনেট এর দ্রুত তথ্য প্রবাহ সমাজকে পরির্বতন করবে এবং তা ভাল হবে ! তাদের ই একজন গর্ডন ব্রাঊন বলেন - এতে তথ্য প্রবাহ হবে দ্রুত এবং মানুষের কাছে যাবে ! এবং জনগন নিজস্ব মতামত তৈরি করবে ! ধারণা করা হয় ব্লগ বা সামজিক ওয়েবসাইট গুলো আগেকার দিনের ফ্যাক্স এর দ্রুততম মাধ্যম হিসেবে কাজ করবে ! বিশ্বব্যাপি ইন্টারনেট এর ব্যবহার প্রাচ্য দেশ গুলোতে ছড়িয়ে দেয়ার যৌক্তিকতা কিছুটা আর্থিক এবং সামরিক ! ইন্টারনেট বিপ্লবের শুরুর দিকে প্রচার করা হয় এতে সবাই "connected" থাকবে! বলা হত এতে গনতন্ত্র হবে অনিবার্য ! কিন্তু তার পেছনে অন্য রাজনৈতিক চাল ও ছিল ও বটে ! কি রকম, দেখা যাক আমেরিকানরা এজন্য দ্রুত চীন , রাশিয়া, ইরান এর মত দেশ গুলোকে টেকনোলোজি ব্যবহার করতে দেয় এই বলে এতে গনতন্ত্র সুসঙ্ঘত হবে ! তারপর আসলো আইপড এর উদারতা ! প্রাচ্যর রাজনৈতিক নীতি নির্ধারকরা বিশ্বাস করত যদি কারো কাছে আইপড , ল্যাপটপ এর মত জিনিস থাকবে তারা ধীরে ধীরে প্রাচ্য ভাব ধারায় বিশ্বাসী হয়ে উঠবে! আমেরিকান লেখক , কলামিষ্ট থমাস ফ্রাইডমেন বলেন " রাশিয়া, চীন, ইরানের মত দেশ গুলো দখল করার জন্য বোমা নয় আইপড ফেলো!!" এতে অতি সুক্ষভাবে মানুষের রাজনৈতিক , সামাজিক , এবং অর্থনৈতিক মানসিকতার পরিবর্তন হবে এবং তা আমেরিকার জন্য ভালো ! এটি অনেকটা হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দিভাষী হয়ে ঊঠার মত ! ক্রমাগত ভাবে মানুষের মনোজগতে ভাষ্য পৌছে দেয়ার দ্বারা মানুষের ভিতর পরির্বতন নিয়ে আসা! প্রাচ্যের প্রযুক্তি তাদের কে প্রাচ্য দেশগুলোর গোলামে পরিণত করবে ! এতে ঐ সব দেশে নানা ধরনের গোলমাল তৈরি হবে নারী কিংবা খেটে খাওয়া মানুষের মাঝে ! কিছু রাজনৈতিক নেতা ইন্টারনেট প্রযুক্তিকে ভয় পান ! এতে হয়তো জনগনের মত প্রকাশ দৃশ্যমান হয়ে পড়বে ! লিবিয়ান প্রেসিডেন্ট গাদ্দাফি অন্যতম ! কিছু চাইনিজ ব্লগার সবার আগে ব্লগিং এর দ্বারা সরকারের সমালোচনা শুরু করে ! কিছু দেশে সরকার এতে বাধা তৈরী করে ! উদাহরণ স্বরুপ থাইল্যান্ড এ ২০০৮ সালে ২৪ ঘন্টায় বন্ধ করে দেয়া হয় প্রায় ৩০০০ ওয়েবসাইট! ফেসবুক , টুইটার দ্রুত মানুষের ধারণা পরির্বতনে সাহায্য করছে ! নিঃসন্দেহে যুব সমাজ সামাজিক পরির্বতনের বাহক ! পুর্বপুরুষরা যা ভেবেছেন অনেকেই তা মানেনা ! তরুনরা দেশ ও সরকারের খারাপ কাজের সমালোচনা এবং নিজস্ব মতামত তৈরীর সুযোগ পাচ্ছে তথ্য প্রযুক্তির যুগে ! এখানেও ভয়টা সবচেয়ে বেশী! সাইবার ক্রাইম ও করছে তরুনরা ! পর্ণোগ্রাফী কিংবা কিছু লোভী ব্যাক্তিত্ব বা গোষ্ঠী যারা প্রযুক্তিকে ব্যবহার করেছে নেতিবাচক ভাবে উদ্দেশ্য হাসিলের জন্য , তাদের আদর্শ ঢুকে যেতে পারে নতুন প্রজন্মের ভিতরে এই ইন্টারনেট এর দ্বারা ! তবে পুরোটাই ব্যাক্তি এবং ব্যাক্তিত্ত্বের উপর ! ভাবার সময় এসে পড়েছে কিভাবে প্রযুক্তি সমাজে প্রভাব বিস্তার করে ! কিসে আমাদের জন্য ভালো ! সব প্রযুক্তি মানব কল্যানে তৈরী ভাবলেও তা কিছু টা রাজনৈতিক উদ্দেশ্যমুলক ও ! যা আমরা খোলা চোখে ধরতে পারিনা ! নিজস্ব সংস্কৃতি আর ইতিহাসের প্রতি সুমুন্নত থাকলেই কেবল সকল প্রকার প্রযুক্তির খারাপ দিক গুলো এড়িয়ে লাভটা আদায় করে নেয়া সম্ভব !! আমরা আসলে কতটা সচেতন , জাতি হিসেবে , ব্যাক্তি হিসেবে , সমাজ হিসেবে ?? আমেরিকান প্রখ্যাত লেখক , সমাজবিদ নীল পোষ্টম্যান ১৯৯৮ সালে ক্যলাবিন কলেজের ভাষনে সবার কাছে ৬ টি প্রশ্ন করেছিলেন ! তিনি কথা বলেছিলেন সকল ধরনের প্রযুক্তির পেছনের কথা নিয়ে , সে সবের ভালো-মন্দ থেকে কতটা লাভ হয়েছে মানব জাতির , না থাকলে কি হতো ?? উনি উদাহরণ দিয়েছেন দ্রুতগামী বিমানের কথা যেটার বাজেট কয়েক মিলিয়ন ডলার , সরকারী খরচে এ ধরনের বিমানের মেকিং কতটা জরুরী , যেখানে সমাজের ৫% মানুষ এ ধরনের বিমানে ভ্রমণ করার মত যোগ্যতা বা প্রয়োজনীয়তা অনুভব করেন ! আগে পরে অনেক যুক্তি দেখিয়েছিলেন তিনি ! চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন ! নীল পোষ্টম্যান বিশ্বব্যাক্তিত্ব হিসেবে প্রশ্ন করেছেন সবার কাছে, যে কোন নতুন প্রযুক্তির (নিউক্লিয়ার প্ল্যান্টের কথা ভাবতে পারেন , ভাবতে পারেন মোবাইলের কথা , ভাবতে পারেন দ্রুতগামী জেট বিমানের কথা , হতে পারে ইন্টারনেট ) আবিস্কারের সময় এ কথাগুলো ভাবার জন্য , লাভ ক্ষতির হিসেব টা কষে নেয়ার জন্য , একটু ভাবার জন্য ! ব্লগার ভাই/ বোনদের জন্য ও থাকলো সে প্রশ্ন গুলো ! 1. কি সমস্যার জন্য নতুন এই প্রযুক্তির কথা ভাবা হচ্ছে ?? 2. সমস্যা টি আসলে কার / কোন গোষ্টির ?? 3.পুরাতন এই সমস্যার সমাধানে নতুন কি সমস্যার আবির্ভাব হতে পারে ?? 4. এর কারণে কারা ক্ষতিগ্রস্ত হবে ?? 5. এই প্রযুক্তিগত কারণে যোগাযোগ বা সম্পর্কের বা ভাষাগত কি সমস্যা তৈরী হবে ?? 6. কোন নতুন রাজনৈতিক কিংবা অর্থনৈতিক শক্তির আবির্ভাব হবে কি ??? অপেক্ষায় থাকলাম সুচিন্তিত মতামতের ! প্রতিনিয়ত প্রযুক্তির উদ্দেশ্যমূলক ব্যবহার উন্নত দেশগুলোর সাথে অন্য দেশগুলোর ফারাক তৈরী করছে যা অনেকটাই দৃষ্টিসীমার অগোচরে , আমাদের কি করা উচিৎ ?? আমরা কি প্রযুক্তি থেকে দূরে থাকবো ?? অবশ্যই না , বরং নিজের ইতিহাসকে ভালোবেসে...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.