আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য কমিশন থেকে প্রথম প্রকাশিত বুলেটিন এবং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত।

তথ্য কমিশন থেকে প্রথম প্রকাশিত বুলেটিনটি আপনাদের কাছে পেশ করলাম সমালোচনার জন্য। যদিও ৪বছর পার হয়েছে তথ্য কমিশনের বয়স কিন্তু কমিশনের অন্য অনেক প্রকাশনা থাকলেও নিয়মিত কোন প্রকাশনা ছিলোনা।

এবারই প্রথমবারের মতো কমিশনের ৩য় প্রধান তথ্য কমিশনার হিসেবে মোহাম্মদ ফারুক আমাকে কয়েকদিনের নোটিশে মাত্র ৮ পৃষ্ঠার একটি নিউজ লেটার প্রকাশের দায়িত্ব দেন। তাড়াহুড়োয় কিছু বানান ভুল থাকলেও প্রথম বুলেটিন হিসেবে এটির মুল্যায়ন করে পরামর্শও আপনারা দিতে পারেন। [img|http://cms.somewhereinblog.net/ciu/image/150885/small/?token_id=3bc41abee236c43b690de0f06986a75e উল্লেখ্য যে, ১০/১১ বছর যাবত প্রতিবছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এদেশে বিচ্ছিন্নভাবে পালিত হয়ে আসছিলো। বিভিন্ন এনজিও এবং অন্যান্য সংগঠন পালন করে আসছিলো। গতবছর তথ্য অধিকার ফোরাম এর সাথে তথ্য কমিশন এ দিবসটি যৌথভাবে পালন করেছিলো।

কিন্তু এবারই প্রথমবার সারাদেশব্যাপী প্রতিজেলায় শোভাযাত্রা, তথ্যমেলাসহ বিভিন্নভাবে ও ব্যাপকভাবে পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি। এ উপলক্ষে সারাদেশে প্রচারণামূলক পোস্টার, স্টিকার, বিলবোর্ড ইত্যাদি পাঠিয়েছে কমিশন। সারাবিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে পালনের অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন এই প্রথমবারের মতো দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নেয়। এদিন দৈনিক ও আঞ্চলিক পত্রিকাসমুহে ক্রোড়পত্র প্রকাশ, নিয়মিত ত্রৈমাসিক প্রকাশনার অংশ হিসেবে বিশেষ নিউজলেটার এর প্রথম সংখ্যা প্রকাশ, ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং জাতীয় উন্নয়ন একাডেমী মিলনায়তনে তথ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনাসভা, ঢাকার প্রধান সড়কসমুহ সজ্জিতকরণ, জেলাপ্রশাসন কর্তৃক ৬৪ জেলায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠান, সারাদেশে প্রচারণামূলক পোস্টার ও স্টিকার বিতরণ ছাড়াও রেডিও-টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। উল্লেখ্য যে, ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি ২৮ সেপ্টেম্বর সকাল ৯:৩০ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় উন্নয়ন একাডেমী মিলনায়তনের আলোচনাসভাস্থলে গিয়ে সমাপ্ত হয়।

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারূক এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ছাড়াও অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে যোগ দেন যথাক্রমে তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের ও অধ্যাপক ডঃ সাদেকা হালিম, টিআইবি’র নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারুজ্জামান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, রিসার্চ ইনিশিয়েটিভ এর সহকারী পরিচালক সুরাইয়া বেগম এবং অন্যান্য এনজিও প্রতিনিধিগণ। সভায় মূলপ্রবন্ধ পেশ করেন আর্টিকেল ১৯ এর দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.