আমাদের কথা খুঁজে নিন

   

হিরোইনচি বখাটের মতোন মাতাল হয়ে উঠি

শাফিক আফতাব----------- জীবনে স্বেচ্ছায় কেউ একটি গোলাপও দেয়নি পুরুষ জন্ম আমার ব্যর্থ আর পণ্ড মনে হয় নারী হয়ে জন্মালেই ফুলের অভাব হতো না হয়তো চিনাবাতাম, ফুসকা, চাইনিজে গরম কফি বিনাটিকেটে হোটেলে রাত্রি যাপন আর পার্ক ভ্রমণ কিংবা নানা ঢং আর আহলাদের শিশুদের খেলনা শপিং ব্যগ ভর্তি করে বাড়ি ফেরা হতো : মোবাইল বিল, বোশেখের ড্রেস, হাতের রুমাল, ব্রা নেলপালিশ আরও কতটি যে !! বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মতোন বিনামূল্যে পাওয়া যেতো ইউনিসেফের উপহারের মতোন। একটি গোলাপও পাইনি জীবনে, গোলাপের গন্ধ পেলে তাই মাথা খারাপ হয়ে আসে, হিরোইনচি বখাটের মতোন মাতাল হয়ে উঠি ইতর হয়ে উঠি !! আমার দিকবিদিক কোনো জ্ঞান থাকেনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।