আমাদের কথা খুঁজে নিন

   

প্রায় এক মাস ধরে দেথতাসি ব্লগার রা ব্লগে কম আইতাছে, বুঝলাম না, কেউ কেউ মনে হয় ভয়তে প্যান্ট নষ্ট কইরা ফেলাইছে।

মন যা চায় তাই করি। "সময়ের সাথে সাথে অধিকার গুলোও হারিয়ে যায়" "যারা জীবনকে উপভোগ করতে জানে না তারা সর্বদা কাজ করে জীবন কাটিয়ে দেয়" প্লিজ! মাইন্ড কইরেন না, আমি প্রায় এক মাস ধইরা দেখতাসি ব্লগে ব্লগারদের সংখ্যা কম। যেদিন থেইকা ব্লগার ধরা শুরু হইছে তার পর দিন থেইকা ব্লগে অনেকে আহেনা। যত দূর মনে হয় কেউ কেউ ভয় পাইছে। ভাবছে যদি তারেও ধইরা নিয়া যায়। আবার আরেকটা জিনিস লক্ষ করলাম। ব্লগে লেখা লেখিও খুব কম হইতাছে, কেউ তেমন একটা পোষ্ট করে না আবার কমেন্টও করেনা। তার মানে বিশ্ব অর্থনৈতিক মন্দার সাথে সাথে আমাদের প্রধান মন্ত্রী আমাদের একমাত্র মন খুলে লেখার জায়গা বা শেয়ার করার জায়গাতেও মন্দা নিয়াইছে। এই মন্দা কাটিয়ে উঠতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।