আমাদের কথা খুঁজে নিন

   

খুনি ঐশীর বয়স প্রায় ১৯ বছর



পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত মেয়ে ঐশী রহমানের বয়স প্রায় ১৯ বছর বলে মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে ঐশীর বয়স নির্ধারণের পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্টে তার বয়স প্রায় ১৯ বছর বলে উল্লেখ করা হয়। এর আগে তার শারীরিক ও এক্স-রে পরীক্ষা করা হয়। সকল পরীক্ষায় তার বয়স প্রায় ১৯ বছর বলে প্রমাণ পান চিকিত্সকরা।

আজ রবিবার পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে ঐশীর বয়স নির্ধারণ পরীক্ষার রিপোর্টটি ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগ থেকে আদালতে পাঠানো হবে জানিয়েছেন একজন কর্মকর্তা। গত ১৪ আগস্ট রাতে চামেলীবাগ এলাকার চামেলী ম্যানশনের এ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ঐশী তার পিতা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার মা স্বপ্না রহমানকে নৃশংসভাবে একাই হত্যা করে। পরবর্তীতে পিতা-মাতা হত্যাকাণ্ডে শুরু থেকে শেষ পর্যন্ত এবং মোটিভ উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। হত্যাকাণ্ডের তিনদিনের মাথায় ১৭ আগস্ট ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে। ৫ দিনের রিমান্ডে এনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ কর্মকর্তাদের কাছে ঐশী তার পিতা-মাতা হত্যাকাণ্ডের ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। ২১ আগস্ট ঐশীর বয়স নির্ধারণের জন্য আদালতের নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়। ঐদিন তার শারীরিক পরীক্ষা করা হয়। একই দিনে ঐশীর এক্স-রে করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বিভাগে পাঠানো হয়। ঐদিনই তার এক্স-রে পরীক্ষা সম্পন্ন হয়।

ফরেনসিক বিভাগের এক কর্মকর্তা জানান, এক্স-রে রিপোর্ট পেতে এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হয়েছে বলে ঐশীর বয়স নির্ধারণের রিপোর্ট দিতে বিলম্ব হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।