আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে নোটিফিকেশান ব্যবস্থা করাটা খুবই জরুরী...............।(মডারটর দের দৃষ্টি আকর্ষণ করছি)

গুগল এ যখন সামু দিয়ে সার্চ দেই তখন আমরা দেখি ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় বাংলা ব্লগ কমিউনিটি হচ্ছে সামু। । মুলত এ কারনেই সামু এত জনপ্রিয়। কিন্তু সামু তে অনেক কিছুই নাই যা অন্যান্য জনপ্রিয় ওয়েবসাইট গুলোতে থাকে। এর একটা হচ্ছে নোটিফিকেশান সিস্টেম।

। মুলত বিশ্ব এর জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এর জনপ্রিয়তার মূলে আছে এই নোটিফিকেশান। মানুষ ফেসবুক এ যায় তার নোটিফিকেশান দেখার জন্য। কে কার কমেন্ট এ লাইক করল,কে স্ট্যাটাস এ কমেন্ট করল,কে ছবি তে লাইক বা কমেন্ট করল এটাই মুলত তাদের দেখার বিষয়। এবং এটার টানেই সে সবসময় ফেবু চেক করে।

যত নোটিফিকেশান দেখে সে তত খুশি হয়। এবং এর মাধ্যমেই তার জনপ্রিয়তা যাচাই হয়। কিন্তু সামু তে নোটিফিকেশান ব্যবস্থা না থাকায় কে কার ব্লগে কমেন্ট করল,কখন করল,কমেন্ট এর বিপরিতে কি উত্তর দিল টা ডুকার সাথে সাথেই বুঝা যায়না। । আবার কে কন ব্লগ এ কমেন্ট পাইল,কেই বা লাইক দিল,কে প্রিয় তে রাখল কিছুই বুঝা যায়না।

এতে ব্লগার দের মধ্যে সঠিক বন্ধুত্ব টা হয়ে উঠেনা... তাই সামু তে নোটিফিকেশান এর ব্যবস্থা করলে সামু তে ডুকার সাথে সাথেই বুঝা যাবে সে তার ব্লগ এ কার ও কমেন্ট পাইল কিনা,কে কে লাইক করল,সে যে ব্লগ এ কমেন্ট করছিল তার উত্তর পাইল কিনা ইত্যাদি ইত্যাদি......। তাই ব্লগার হিসেবে সামু তে নোটিফিকেশান ব্যবস্থা আনার অনুরোধ জানাচ্ছি...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।