আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে গ্রুপ করা হোক



বড় আশা নিয়ে সামুতে এসেছিলাম। ভেবেছিলাম,বিজ্ঞ ব্লগার ভাইদের কাছ থেকে অনেক কিছু জানতে পারব,অনেক কিছু শেয়ার করা যাবে। কিন্তু কয়দিন ব্লগে ঘুরাফিরা করে বুঝলাম,ব্লগ বড় অদ্ভুত জায়গা। এখানে মতের সাথে মত না মিললেই শুরু হয় গালাগালি। বিশেষ করে ধর্মভিত্তিক ব্লগগুলোতো একেকটা গালাগালির নিবিড় শিক্ষাকেন্দ্র।

কেউ ভিন্ন মত শুনতে নারাজ। জানার আগ্রহ নিয়ে যুক্তিনির্ভর আলোচনায় কারো আগ্রহ নেই। সবাই চায় তার কথা শুনে অন্যরা চোখ বন্ধ করে তাল মিলাক। নইলে ব্যক্তিগত আক্রমন আর গালাগলির তুফানে উড়ে যেতে হবে। যুক্তি নির্ভর সুষ্ঠু বিতর্কের বড়ই অভাব।

ব্লগে আসলে গ্রুপ করে দেয়া উচিত। যিনি যে গ্রুপের তিনি সেখানে গিয়ে জ্বি হুজুর জ্বি হুজুর করবেন,একই মতের সাথে তাল মিলাবেন। ভিন্ন মতের লোকদের সেখানে প্রবেশ নিষেধ। তাহলে আর গালাগালির প্রয়োজন হয়না।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।