আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীসে আমাদের শ্রমিক নিরবিচারে গুলির শিকার, বাংলাদেশ সরকারের নিরব ভূমিকা আমরা হতাশ ।

প্রতিবাদী কণ্ঠে বলতে চাই । আমি বাংলার সিংহ ॥ আমাদের শ্রমিক সোনার হরিণ ধরতে প্রভাসে যায় আর কর্ম ক্ষেত্রে সব সময়েই নিজ্জাতিতো আমরা আমাদের সটিক মূল্যায়ণ পাইনি তার উপর বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্টনীতি আমাদেরকে পৃথিবীর কাছে সবসময়ই ছোট করছে পৃথিবীর সব দেশেই আমরা নিজ্জাতিতো এর একমাত্র কারণ বাংলাদেশ সরকার বসে হিসাব মিলাতে শিখেছে এ,ডিবি জিডিবি প্রবৃত্তি অনেক উপরে উঠেছে কি ভাবে উঠেছে সেইদিকে খেয়াল রাখার দরকার আছে সেটা আমাদের সরকারের কর্তা ব্যক্তি গণ হয়তো ভুলে গেছেন উনাদের কিছু কর্তব্য আছে এইসব প্রভাসিদের প্রতি এখন সময় চুপ করে বসে থাকার নয় জোর প্রতিবাদ জানিয়ে গ্রীসকে উচিত শিক্ষা দিন না হলে পৃথিবীর সব দেশেই আমরা এই ভাবে নিজ্জাতিতো হব লাভের হিসাব না করে জাতির ইজ্জত রক্ষা করুন বহির বিশ্বকে মেছেজ দিন আমরাও মানুষ এই ভাবে পাখির মতন গুলি করতে পারবানা প্রয়োজনে গ্রীসথেকে আমাদের শ্রমিক নিয়ে আসলে ভালো হবে যদি দশ হাজার শ্রমিক নিয়ে আসলে অন্যন্ন দেশে এক কুটি মানুষ ইজ্জতের সাথে বসবাস করতে পারবে মাননীয় প্রধানমন্ত্রীেক অনুরোধ করবো আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে জাতির ইজ্জত রক্ষা করবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।