আমাদের কথা খুঁজে নিন

   

নিরুদ্দেশ যাত্রা

"সময়ের অতল গহ্বরে মিলিয়ে যাওয়া শেষ আলোক রশ্মি" অন্তিম সূর্যের রক্তিম আনয়নে এই ভূতুড়ে শহরের সোডিয়াম লাইটগুলো আড়মোড়া ভাঙ্গে তাদের ফ্যাকাসে হলুদ দাঁত বের করে । বিটপীদের উগলে দেয়া বাষ্পীয় তরলগুলো আরো ঝাপসা করে তোলে দৃষ্টি, ধোঁয়াটে করে তোলে এই নির্মল সন্ধ্যা । চমকপ্রদ এই সন্ধ্যায়_ দানবীয় অজগরের ঝুলিতে ঝুলে কতগুলো ছায়াসম্বলিত বস্তু যাত্রার আবশ্যিকতায় মাত্রাতিরিক্ত মাদকাসক্তের ন্যায় মাতামাতি করে । এই ভূতুড়ে পরিবেশের ছিপছিপে অলিতে গলিতে অনাহুত যুবকের কানাকানি; ছিনাল মেয়েদের হাতছানি । চকচকে মেটালিক ফিয়ারে ঐ পথগুলোকে বর্জন করে ভয়ার্ত প্রৌড়, সম্পদশালী যুবক কিংবা দেহত্বের বড়াইয়ে সদা তৎপর দেহ ধারিণীরা ।

রগচটা কিছু তরুণ অবশ্য থোড়াই কেয়ার করে এসব । তাদেরই একাংশ আবার চিপাগলিতে গচ্ছিত রাখে ওজনদার ওয়ালেট । দেহের নানা গিরিখাদে ঠাঁই পায় সৌন্দর্য বর্ধনীয় ধাতুস্ফটিক । ডিপথেরিয়াক্রান্ত কাশি নিস্তব্দতার পশ্চাদেশে সজোরে লাথি হাঁকায় । জ্বলন্ত নিকোটিন হাতে একদল আবার অপেক্ষা করে পরের ডোজের জন্য ।

এইরূপ ক্রমবর্তিকার গণ্ডি পেরিয়ে যখন আমি প্রাতঃভ্রমণে বের হয়ে নির্ভেজাল এক নিগূড় সন্ধ্যা কাটিয়ে দিলাম; নিয়নের এই নাগরিক ইকোসিস্টেমের ব্যাল্যান্স শীটে কিছুটা ঘাটতি পড়ে যায় । সেই ঘাটতি পূরণ করার প্রতিজ্ঞায় এবার আমি অন্য পথে চলি । সমান্তরাল লৌহযুগল রাস্তায় ঘড় ঘড় আওয়াজ তোলে স্পার্ক করতে করতে ছুটে চলে প্রকান্ড বস্তু । সেই বস্তুটির ভেতর সেঁধিয়ে আমি একটু ঘুমোতে চাই । ঘড় ঘড় আওয়াজ আর মৃদু কাঁপুনি সিডেটিভ হিসেবে ভালো কাজ করবে আশা করি ।

রেল ষ্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে আমি হেঁটে চলি বিস্তীর্ণ পথে । ভীড়ার্ত মানুষগুলোর শোকার্ত মুখের দিকে তাকিয়ে নিরাশায় ভরে ওঠে আমার মন । আমি দেখি ছিন্নমূল মানুষদের বিচ্ছিন্নতা, মাদকের কাছে সন্তর্পণে বিলিয়ে দেয়া সতীত্বতা অথবা একদল ত্রাস নির্মাতার লুকায়িত নির্মাণসামগ্রী নিয়ে শিকারের আশায় ওঁত পেতে থাকা । লোলুপ্ত দেহ শিকারিরা আশেপাশের ঘিঞ্জি বস্তিগুলোতে হানা দেবার অপেক্ষায় আছে । অতঃপর তিমির বিস্তীর্ণতায় কোলাহল স্তিমিয়ে আসে; ওরা হামাগুড়ি দেয় আশেপাশের আবাসিক পণ্যগুলোর দিকে ।

জনসমাগম থিতিয়ে এলে জুয়াড়িরা বসে বাকি লেনদেন গুলোর পরিসমাপ্তি ঘটাতে । অর্ধসমাপ্তি অবস্থায় অনেকে আবার যৌন সংক্রান্ত বিশ্রী খিস্তিপাকে পুরুষত্বের পুরুত্ব প্রমাণ করার প্রতিযোগিতায় লিপ্ত হয় । এই মুমূর্ষ ষ্টেশনের অসুস্থ পরিবেশের সিম্পটোমস গুলো নির্ণয় না করেই কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা নিরাময়ের ব্যর্থ অপারেশন চালাচ্ছে । দুয়েকটা ছ্যাঁচড়ে টোকাইয়ের বদান্যতায় তাদের এই প্রচেষ্টা পরিশেষে ব্যর্থদূতের ক্যানভাসে চুনকাম শুরু করে দেয় । কোন সে কুহকিনীর কুকীর্তনে বিরাট অজগরটা আবার ছুটে চলে গর্জন করতে করতে, তারপর হারিয়ে যায় দৃষ্টি সীমার আড়ালে ।

অনাগত মানুষের হাহাকারে বিদিয়ে ওঠে আমার তৃষ্ণা । বিদীর্ণ স্বপ্নের মুঠোয় পরিমিত সুখটাকেই যে আমি খুঁজে পেতে চাই । আমি বাড়ি ফিরতে চাই । হয়তো এই শেষরাতের শিডিউলে আর একটাই ট্রেন আছে । জানি না আমি পারবো কি না ।

যদি না পারি তাহলে শেষ রাতের উদ্ভাসিত আলো আর অন্ধকারের আলিঙ্গনে তোমরা ঘুমার্ত দৃষ্টি মেলে দেখে নিও; একজন হতাশাগ্রস্থ যুবক সমান্তরাল লৌহযুগল ধরে হেঁটে চলছে পরিতৃপ্ত আশার গুলেবাড়ি মাড়িয়ে । অজানা পথে অচেনা দৃষ্টি মেলে । হয়তো কোনো নিরুদ্দেশ যাত্রায় >>> উৎসর্গঃ হাসান মাহবুব । যার শব্দগুলো দিয়ে ধারালো করি নিজের ভোঁতা অনুভূতি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।