আমাদের কথা খুঁজে নিন

   

এই গল্পটি শুধুমাত্র সৃজনশীল পাঠকদের জন্য !!!

ক্রিক্রিক্রিক্রিক্রি...........ং.........ক্রিক্রিক্রিক্রি.........................ং টুথব্রাথ পেস্ট তোয়ালে ডিম পোচ - পাউরুটি শার্ট - টাই - বেল্ট টুং - টাং জ্যাম - রোদ - ঘাম অফিস এ্যাটেডেন্স খাতা উইনডোজ এক্সেল ডাটা এন্ট্রি ঘড়ির টিক টিক অফিসের জানালায় হঠাৎ সবুজ একটা পাখি ঝিরি ঝিরি একটা বাতাস হঠাৎ অবন্তী অদ্ভুত সুন্দর একটা গন্ধ জীবনানন্দের কি যেন একটা কবিতা ভাবনায় ছেদ --ফোন বড় সাহেবের রুম নতুন একটা কাজ উইনডোজ এক্সেল ডাটা এন্ট্রি ঘড়ির টিক টিক আর ভাল লাগছে না যাক --লাঞ্চ টাইম রুটি - কলা - চা হঠাৎ শিহরন - আজ বিকেলে অবন্তীর সাথে দেখা হবে আচ্ছা ভাল কথা -- রক্ত লাল গোলাপ কোথায় পাওয়া যাবে ? আবার উইনডোজ এক্সেল ডাটা এন্ট্রি ঘড়ির টিক টিক কখন যে বিকেল হবে ? আনমনা অবন্তী আজ কোন রঙের শাড়ি পড়ে আসবে ? ইস --ভুল আবার নতুন এন্ট্রি -- সময় লাগবে যাহ -- কারেন্ট চলে গেছে কাজটা সেইভ করা হয়েছে তো ? জেনারেটর চালু হয়েছে -- কেমন বিশ্রি একটা শব্দ আবার ডাটা এন্ট্রি ঘড়ির কাটার টিক টিক যেন অনন্তকাল অপেক্ষা অবশেষে বিকেল এই রিক্সা নীলক্ষেত যাবে? তাজা গোলাপ এক দাম বিশ টাকা পিস অনেকগুলো নেয়ার ইচ্ছে ছিল -- শেষ পর্যন্ত পাঁচটা ধানমন্ডি লেক - স্বচ্ছ পানি -- মন জুড়ানো হাওয়া শাড়ি নয় --আকাশী রঙের সালোয়া কামিজে অবন্তী লেকের পাড় ঘিরে বসা -- দুজনে আবার সেই অদ্ভুত মাতাল গন্ধ জীবনটা এত সুন্দর কেন ! অবন্তীর চোখে পানি টল মল করছে কেন? আমি তোমার সব দুখ: ভুলিয়ে দেব অবন্তী এই যে তোমার জন্য পাঁচটি রক্ত লাল গোলাপ একবার হাতটা ধর আমার বিয়ে !! অবন্তীর !!! কখন !! কিভাবে !!! হঠাৎ করে --পাত্র বিদেশে থাকে অবন্তী রাজী না হয়ে পারেনি -- বাবা অসুস্থ হয়ে পড়তেন কিছুক্ষণ দুজনেই চুপচাপ যেন অনন্তকাল ধরে এখানেই বসে আছি যেন আমাদের সব কথা শেষ হয়ে গেছে সন্ধ্যা নেমেছে - চারপাশে গাঢ় অন্ধকার অবন্তী কখন চলে গেছে জানি না আমাকেও উঠতে হবে কি বিষন্ন আজকের এই রাতটা ! ক্রিক্রিক্রিক্রিক্রি...........ং.........ক্রিক্রিক্রিক্রি.........................ং টুথব্রাথ পেস্ট তোয়ালে ডিম পোচ - পাউরুটি শার্ট - টাই - বেল্ট টুং - টাং জ্যাম - রোদ - ঘাম অফিস এ্যাটেডেন্স খাতা উইনডোজ এক্সেল ডাটা এন্ট্রি ঘড়ির টিক টিক আজ আমি আবার ধানমন্ডি লেক-এ এমনও তো হতে পারে কালকের ঘটনাটা একটা দুস্বপ্ন ছিল এখনই আসবে অবন্তী টিয়া রঙের এটা শাড়ি পড়ে নাহ --কোন দুস্বপ্ন নয় -- গতকালের ঘটনাটাই সত্যি ওই তো লেকের পানিতে ভাসছে আমার পাঁচটা রক্ত লাল গোলাপ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।