আমাদের কথা খুঁজে নিন

   

শেষপর্যন্ত ফাইনালে বরুসিয়াই

অসম্ভবকে সম্ভব প্রায় করেই ফেলেছিল রিয়াল মাদ্রিদ। সেমির দ্বিতীয় পর্বে বরুসিয়াকে ২-০ গোলেও হারিয়েছে তারা। তবে বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে তার মাসুল গুনেছেন রিয়ালের খেলোয়াড়েরা। ২-০ গোলে জিতেও আফসোস নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। আর একটি গোল করতে পারলে বরুসিয়াকে টপকে হয়তো ফাইনালে খেলত রিয়ালই, কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড।

ম্যাচের শেষপর্যায়ে রিয়াল মাদ্রিদের পক্ষে দুটি গোল করেছেন করিম বেনজেমা ও সার্জিও র্যামোস।
বার্নাব্যুর দ্বিতীয় লেগে মরিয়া হয়েই গতকাল বরুসিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শুরুতে বেশ কয়েকটি মোক্ষম সুযোগও তৈরি করেছিল ইউরোপের অন্যতম শীর্ষ এ ক্লাবটি। কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি রোনালদো, মেসুত ওজিলরা। প্রথম ১৫ মিনিটের মধ্যেই খুব সহজ দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন ওজিল, হিগুয়েইন ও ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ১৩ মিনিটে বরুসিয়া ডর্টমুন্ডের রবার্ট লেভানডফস্কিও একটি মোক্ষম সুযোগ নষ্ট করেন। ম্যাচের প্রথমার্ধটা কাটে গোলশূন্যভাবেই।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও কিছু গোলের সুযোগ তৈরি করেছিল বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু এবারও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি বরুসিয়ার স্ট্রাইকাররা। ৫০ মিনিটে লেভানডফস্কির একটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে।

৮০ মিনিট পর্যন্ত খেলাটি গোলশূন্য থাকায় অনেকে একেই সম্ভাব্য ফল হিসেবে ধরে নিয়েছিলেন। কিন্তু শেষ ১০ মিনিট দর্শকদের জন্য বয়ে নিয়ে আসে নাটকীয় কিছু মুহূর্ত। ৮২ মিনিটে গোল করে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে দেন করিম বেনজেমা। বাকি আট মিনিট যেন অসম্ভব কিছু করার লক্ষ্যে ছুটেছিলেন বেনজেমা-ওজিল-র্যামোসরা। ৮৮ মিনিটে রিয়াল পায় দ্বিতীয় গোল।

এবারের গোলদাতা ছিলেন সার্জিও র্যামোস। আশা জেগেছিল রিয়াল-সমর্থকদের। কিন্তু শেষ পর্যন্ত গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়ালের খেলোয়াড়েরা। আরও একবার ফাইনাল অধরা রেখেই শেষ হয় রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ অভিযাত্রা। রয়টার্স।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.