আমাদের কথা খুঁজে নিন

   

আসন্ন হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সওয়াবের কাহানী !!!

সাধারন, আশাবাদী এবং যুক্তিবাদী । আজ পএিকা মারফত জানতে পারলাম আমাদের দেশের কিছু সবজান্তা সর্বেসর্বা আসন্ন হজ উপলক্ষে সরকারী চিকিৎসা দলে অনর্ভুক্ত হয়েছেন । এই বিশিষ্ট ব্যক্তিবর্গেরা হলেন পিয়ন, দপ্তরি, গাড়িচালক ও স্যানিটারি ইন্সপেক্টর । যারা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা দ্বারা অনুমোদন পেয়েছেন এই মহান সওয়াবের কাজের জন্য । ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি ।

আল্লাহতায়ালা বলেছেন যারা সামর্থবান তারা যেন হজ করে । মূলত আল্লাহতায়ালা'র সন্তুষ্টির আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবছর হজে যান । সকলেই পরিপূর্ণ শুদ্ধতা অর্জনের আশায় নিয়ত করে হজ সম্পন্ন করেন । এখন প্রশ্ন হলো যারা চিকিৎসাকর্মী না হয়েও শুধুমাএ খুটির জোর আর তদবিরের দ্বারা চিকিৎসা দলে অনর্ভুক্ত হলেন তারা কোন সন্তুষ্টির জন্য হজে যাচ্ছেন ? আর সরকারী অর্থ অপচয় করে ১২৯ জনের যে বিশাল বহর সাজানো হয়েছে তার যৌক্তিকতা কতটুকু ? "অপচয়কারী শয়তানের ভাই । " তাহলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় যদি অপচয় করে থাকে তবে তারা কোন দলের ভাই ? সর্ষের মধ্যে ভূত থাকলে তো ভূত তাড়ানো যায় না ।

মানুষের বিবেক-বুদ্ধি কতটুকু নিচে নামলে ধর্ম নিয়েও ছিনিমিনি খেলা যায় । মানুষের ধর্মীয় আচার-আচরণ তাকে সত্য আর সুন্দরের পথ দেখাবে । কিন্ত সেটাও যদি সুযোগে সদ্বব্যবহার করা হয় তাহলে হয় সে ধর্মীয় শিক্ষা কী সেটা বুঝে নাই অথবা সে লোক দেখানো ধর্ম পালন করে যেখানে সৃষ্টিকর্তার সাথে একধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে যা কাম্য নয় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।