আমাদের কথা খুঁজে নিন

   

USA, মেডিকেল ভর্তি ও দু'জন নক্ষত্রসম মানুষের অপমৃত্যুর বর্ষপুর্তি

পরে লিখবো......... প্রসঙ্গ-১: University of South Asia বা USA (!) নিয়া ফেসবুকে আর কতিপয় বাংলা ব্লগে বর্তমানে যে সার্কাস চলিতেছে, তা দেখিয়া আমি হতবাক, নির্বাক এবং বর্তমানে পুরাই বাক-প্রতিবন্ধি অবস্থায় আছি! বাঙ্গালীর সৃজনশীলতা দেখে আমার চোখে পানি ধরিয়া রাখিতে পারিতেছি না! ইশ! এই সৃজনশীলতা আমরা যদি অন্য কোথাও দেখাতে পারতাম! USA কে কি বলব জানি না, কত বড় উজবুক হলে মানুষ এই ধরনের বিজ্ঞাপন দেয়, তাহা আমার জানা নাই! USA তে ভর্তি হলেই গাড়ি,বাড়ি,নারী- আহা! এই নাহলে জীবন! আর সে মাধুর্য বিজ্ঞাপনের ভাষায়!আর এই বিজ্ঞাপনরে ধর্ম-বর্ণ, ছোট বড় নির্বিশেষে সবাই যেই হারে কচলাইয়া রস বাহির করিয়াছে এবং ক্রমাগত করিতেই আছে- তাতে আর কিছু হোক না হোক, "জাতীয় ঐক্য" নিশ্চিত হ্ছইয়া! নীল আর্মস্ট্রং থেকে শুরু করে বারাক ওবামা, THE GREATEST রজনীকান্ত, মাইকেল জ্যাকসন,শাকিরা,মেগান, উসাইনবোল্ট,আইনস্টাইন,নিউটন,গ্যালেলিও থেকে শুরু করে মাহফুজুর রহমান ও তার কোকিলকণ্ঠী(!!) স্ত্রী ইভা রহমান, শাকিব খান, এম এ জলিল অনন্ত -এরা সবাই নাকি যার যার প্রতিভা এই USA থেকে হাসিল করেছেন! অনেক হইসে ভাই ও বোনেরা, এবার ক্ষেমা দেন! ব্যাপক বিনোদন পাইসি, আর দরকার নাই! আমাদের অতিরিক্ত বাড়াবাড়ি তে উল্টা তাদেরই লাভ হইতাসে! তাঁদের প্রচার বৃদ্ধি পাচ্ছে এবং এটাই তাদের লক্ষ্য!(কিভাবে পাচ্ছে সেটা ব্যাপার না!) সংযমের মাসে এবার একটু সংযম করেন! প্রসঙ্গ-২: মেডিক্যালে এবার নাকি ভর্তি পরীক্ষা হবে না এবং এটা নাকি কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য! বাহ! মানুষের নির্বুদ্ধিতায় 'অবাক' হওয়ার ক্ষমতাও হারায় ফেলসি! কিভাবে SSC আর HSC এর ফলাফল দিয়ে একজনের মেধা যাচাই হয়- তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকে না! ভর্তি পরীক্ষায় টিকার জন্য একজন শিক্ষার্থী যেই পরিমাণ পরিশ্রম করে, তাঁর অর্ধেকের কম পরিশ্রম করে ssc বা hsc তে A+ পাওয়া যায় এখন! মেডিক্যালে মোট সিট ৭০০০ এর কিছু বেশি(সরকারি + বেসরকারি ), আর এবার HSC তে এ+ পেয়েছে ৬২০০০! গোল্ডেন যদি এর অর্ধেকও পায়, তারপরেও তারা কিভাবে ভর্তি হবে?সব কিছুতে বাণিজ্য করার পর এবার শিক্ষায় বাণিজ্য এত প্রকট আকারে আনার মানে কি? যেকোনো কারনে SSC বা HSC এর ফলাফল একটু খারাপ হলেও শিক্ষার্থীদের একটা আশা থাকতো যে, ভর্তি পরীক্ষার জন্য ভাল করলে পড়লে চান্স হবে! এবার ত সেই আশার প্রদীপটাও নিভে গেল! এই সিদ্ধান্তটা কাদের জিজ্ঞেস করে নেয়া হল? এই সিদ্ধান্ত আরও আগে জানালে কি ক্ষতি হত?যারা দ্বিতীয়বারের জন্য মেডিক্যাল কোচিং করছে, তাঁদের কি হবে? মফস্বলের ছেলেমেয়েরা যারা অনেক কষ্টে পড়ালেখা করে মোটামুটি একটা ফলাফল করে, তাদের কি হবে? তাদের এবং তাদের অভিভাবকদের কি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা নিষিদ্ধ? স্বপ্ন কি শুধু মাত্র যারা ঢাকায় থেকে সাজেশন পড়ে(সবাই না) এ+ পেয়ে নন্দন পার্কে "জলকেলি" খেলে তাদের জন্য? একজন দিনমজুর বা এ+ না পাওয়া শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে খেলার অধিকার এ দেশের নীতি-নির্ধারকদের কে দিয়েছে? ভবিষ্যতে তাহলে ছেলেমেয়ের বিয়ে থেকে শুরু করে ইলেকশান- সব কিছু GPA এর ভিত্তিতেই করি? হসপিটালে যেয়ে আগে ডাক্তার কে জিজ্ঞেস করলাম- ভাইগোঁ ! আমারে বাঁচানোর আগে কন আফনের GPA কত ছিল? উত্তর যদি গোল্ডেন নাহয় তাহলে- ওরে, কে কথায় আছিস? আমারে আমার বাসার খাটে মরতে দে, তারপরও এই ডাক্তার থেকে আমারে বাঁচা! বিজ্ঞাপনের ভাষাও কি পরিবর্তন হবে? -"ছেলের 99% ভাল, খালি HSC তে গোল্ডেন ছিল না!" আসলেই-" অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ!" প্রসঙ্গ-৩ এত ঘটনার মাঝে কি আমরা ভুলে গেছি যে আজ থেকে এক বছর আগে আজকের দিনে আমাদের দেশের দুটি নক্ষত্রের পতন হয়েছিল? জি হ্যাঁ, আমি তারেক মাসুদ আর মিশুক মনিরের কথা বলছি! এমনেই আমাদের দেশে নক্ষত্রের সংখ্যা খুব কম,তার উপর সৃষ্টিকর্তা কেন জানি নিষ্ঠুর হয়ে এদেশে যখন যাকে খুব বেশি দরকার-তাকেই উপরে নিয়ে যান!(আজম খান,তারেক মাসুদ,মিশুক মনির,হুমায়ুন ফরিদি, হুমায়ূন আহমেদ...) না জানি আর এরকম কত অসময়ের মৃত্যু দেখতে হবে! আমি স্বপ্ন দেখি একদিন এদেশের সব রাস্তাঘাট ঠিক হবে এবং মানুষ যাতে অন্তত স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে! তারেক মাসুদ আর মিশুক মনির সেই সুন্দর রাস্তায় হাত ধরাধরি করে পাশাপাশি হাঁটবেন আর চিরচেনা হাসিমুখে বলবেন-" যাক! মরে গিয়ে খুব একটা ক্ষতি করিনি মানুষের! অন্তত আমাদের জন্য আমার দেশের রাস্তাটা অন্তত ঠিক হল! এই প্রাপ্তিটাও কম কীসে!" আমি জানিনা আমার স্বপ্ন পুরন হবে কিনা, চেষ্টা করব নিজের পক্ষে যতটা সম্ভব, ততটা করার... তারপরও আমি স্বপ্ন দেখা ছাড়ব না!আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আর এই ভালোবাসার বীজ আমার ভিতর তারেক মাসুদ স্যারই রোপণ করে দিয়েছিলেন...! তাকে বাঁচাতে পারিনি, কিন্তু তার স্বপ্নটাকে এত সহজে আমি মরতে দেব না...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।