আমাদের কথা খুঁজে নিন

   

"শাবাশ! সত্যিই সেলু... কী বিচিত্র এই বাস!

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) মিডিয়ার এক বন্ধুকে ধরে শাকিল গেছে টিভি নাটকে অভিনয় করতে। আমি গেলাম ওর শুটিং দেখতে। একটা দৃশ্যে পরিচালক তাকে চোখে গ্লিসারিন লাগাতে বললেন। এরপর বললেন,"এবার হাস্!" শাকিল থতমত খেয়ে বলল,"বলেন কী?" পরিচালক বললেন,"কথা কম কাজ বেশী...ঈদের আর বেশি বাকী নাই।" ...শাকিল হাসছে আর তার চোখ দিয়ে পানি ঝরছে... শট দিয়ে শাকিল আমার পাশের চেয়ারে বসল। পরিচালক বললেন," শাবাশ!" আমি শাকিলকে বললাম এই নাটক দেখলে মানুষের গ্লিসারিন ছাড়াই কান্না আসবে! ও বলল, কেন? এটার টাইটেলই হল হাসির নাটক। কান্না আসবে কেন? আমি বললাম, কান্না আসবে কারণ সে আফসোস করবে যে এই ধরণের একটা নাটক দেখে ঈদের সুন্দর সময় নষ্ট করল! ------------------------------------- আমি ঈদের নাটকের বিরাট এক ভক্ত ছিলাম।কিন্তু গত দু বছর ধরে আমি ঈদের হাসির নাটক দেখি আর গ্লিসারিন ছাড়াই কাঁদি। আর মাঝে মাঝে বিড়বিড় করি,"শাবাশ! সত্যিই সেলু... কী বিচিত্র এই বাস! ---------------------------------------- সুমন সালেহী'স ট্রেজারি অফ হিউমার https://www.facebook.com/SSTH13

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।