আমাদের কথা খুঁজে নিন

   

জিপিএর ভিত্তিতে মেডিকেল ভর্তিঃ উচ্চশিক্ষাকে সুবিধাভগী শ্রেণীর দখলে নেয়ার ধারাবাহিকতা

বেশ কয়েকদিন আগে নিউজ পাইছিলাম যে মেডিকেল ভর্তিতে পরীক্ষা তুইলা দিয়া চেহারা (জিপিএ) দেইখা ভর্তি করানের শুপারিশ করছে দেশের কতিপয় মোটা মাথার আবাল বুদ্দিজীবী... ভাবসিলাম সরকার এই বলদামি জিনিস গ্রহন করবে না... কিন্তু ধারনা ভুল ছিল আমার... আরেকটু বোঝার ভুল ছিল... যারা মনে করছেন যে মাথা ব্যাথায় মাথা কাইটা ফেলানের ধারাবাহিকতায় সরকার কোচিং বন্ধে এই সিদ্ধান্ত নিছে আমি মনে করি সেটা ভুল... জিনিস টা আসলে দেশের শিক্ষা ব্যাবস্থাকে পঙ্গু ও পণ্য হিসেবে চুড়ান্ত রুপ দেয়ার ধারাবাহিকতা। সবাই জানেন যে বর্তমানে জিপিএ ৫ পাওয়া যতটা না মেধা নির্ভর তার থেকেও বেশি বিভিন্ন কোচিং সেন্টারের উদ্ভাবিত কৌশল নির্ভর (কিছু ব্যাতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই)... কম পড়ায় কত বেশি এ পিলাচ পাওয়া যায় তার ফর্মুলা উদ্ভাবনে রিতিমত প্রতিযোগিতা... নিঃসন্দেহে এই ক্ষেত্রে এগিয়ে শহর এলাকা ও আর্থিক ভাবে স্বচ্ছল পরিবারের পুলাপান... ২-৩টা কোচিং আর ৪-৫ টা প্রাইভেট টিউর লাগাইলে আর এ পিলাচ ঠেকায় কে... মেধার চর্চা এখানে ফালতু সময় নষ্ট... পরিসখ্যানে দেখা যায় যে টোটাল এ পিলাচ এর সংখ্যা শহরেই বেশি ... গ্রাম এলাকায় তা অনেক কম কারন তারা ত ফর্মুলা পায় না। তাইলে ব্যাপার টা দাড়াইল এই যে আপ্নের ট্যাকা থাকলে আপ্নের সন্তান ফর্মুলা ও ফার্মের মুরগির মত পরিচর্যা পাইয়া এ পিলাচ পাইব আর মেডিকেলে ভর্তিতে আগায়া থাকব (যোগ্যতা থাকুক আর না থাকুক... কারন এ পিলাচ কখনোই মেধার ইন্ডিকেটর না)... আর যদি ট্যাকা না থাকে তাইলে কপালের উপ্রে ছাইড়া দেন... এ পিলাচ পাইলে রেস এ থাকবো নাইলে বাদ... মেধার দরকার নাই... তাইলে দাড়াইল এই যে যারা টাকা ঢাইলা এ পিলাচের ফর্মুলা কিনবেন তারা উচ্চ শিক্ষা পাইবেন আর যাদের ট্যাকা নাই তারা মুরি খান... কয়েক যুগ ধরে চলা উচ্চশিক্ষার বানিজ্যিকি করন ও শিক্ষাকে শুধুমাত্র ধনীক শ্রেনীর প্রসাধন করার যেই প্রক্রিয়া চলে আসছে এটা তারই একটি অংশ হবে আমি মনে করি... তাই এটিকে নিছক একটি ভুল সিদ্ধান্ত বলে মনে করার কোন কারন নেই। এইভাবেই আস্তে আস্তে সুবিধা বঞ্চিত গরীব মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়বে মূল স্রোত থেকে। আর মেডিকেলের ব্যাপারটা আরো একটু ভয়াবহ... ফর্মুলা গিলা এ পিলাচ পাওয়া পুলাপান রে যখন আপ্নে ডাক্তার বানাইবেন তখন আপ্নের রোগ সারানোর থিকা মৃত্যুর গ্যরান্টি যে বেশি থাকবে সেইটা মাথা মোটা বুদ্ধিজীবী দের ঘটে নাই... দরকার ও নাই... এই ব্যাপারটা রুখে না দাড়াইলে যেমন শিক্ষা সাধারন মানুষের সাধ্যের বাইরে চলে যাবে তেমনি পয়দা হবে কিছু সব্দার ডাক্তার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।