আমাদের কথা খুঁজে নিন

   

হাসুন - সৌমেন বাবুর মুদ্রাদোষ ( Adults only- বাচ্চা লোকের পড়ার অনুমতি নেই)

প্রবাসী কৌতুকটা হয়ত অনেকেরই জানা, তবুও বলি। এখনকার ইন্টারনেটের যুগে কৌতুকের অভাব নেই, হরেক রকমের কৌতুক। আমি অবশ্য এই কৌতুকটা বইয়ে পড়েছিলাম অনেক বছর আগে। তখন ইন্টারনেট আসে নি। মুদ্রাদোষ শব্দের অর্থ হল একই বাক্য বা শব্দ বার বার বলা।

কারনে বলা, বা বিনা কারনেও বলা। দোষটা মস্তিস্কের, কিন্তু নাম হল মুদ্রাদোষ। সে যাই হোক, এবার সৌমেন বাবুর মুদ্রাদোষে আসি। গোবরডাঙ্গার সৌমেন বাবুর মুদ্রাদোষ ছিল " এ আর কি? এর চেয়ে সাংঘাতিক অনেক কিছুই ঘটতে পারত" তুরস্কে ভুমিকম্পে ৫ হাজার লোকের মৃত্যু হলে যেমন বলেন , তেমনি কেউ পিছল খেয়ে পড়ে গেছে শুনেও বলেন " এ আর কি, এর চেয়ে সাংঘাতিক অনেক কিছুই ঘটতে পারত" তার এ মুদ্রাদোষের কারনে পাড়ার লোকেরা কেউ কেউ তার উপর বিরক্তও ছিল। পাশের বাড়ীর খগেন বাবুও সৌমেন বাবুর উপর বিরক্ত তেমনি একজন লোক।

। কিন্তু সেদিন পাড়ায় ঘটে যাওয়া ঘটনা কোনমতে চেপে না রাখতে পেরে সৌমেন বাবুকে বললেন " মশাই কি শুনেছেন, পাড়ায় কি সাংঘাতিক ঘটনা ঘটেছে? সৌমেন বাবুর উত্তর -" না, শুনিনি , কি ঘটনা ঘটল বলুন তো দেখি"? খগেন বাবু বললেন " গতকাল পাড়ার হারাধন অফিস থেকে ফিরে এসে দেখে যে তার স্ত্রী পাড়ারই এক যুবকের সাথে বিছানায় শুয়ে, হারাধন তার রিভলভার দিয়ে দুজনকে খুন করে শেষে নিজেও আত্মহত্যা করেছে, কি সাং ঘাতিক ঘটনা বলুন দেখি মশাই" সৌমেন বাবুর যথারীতি উত্তর " এ আর কি? এর চেয়ে সাংঘাতিক অনেক কিছুই ঘটতে পারত" এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন খগেন বাবু "সব সময়েই আপনার একই কথা। এর চেয়ে সাংঘাতিক কি ঘটতে পারত, বলুন দেখি?" সৌমেন বাবুর উত্তর- "ঘটনাটা যদি আগের দিন ঘটত তাহলে আমি মারা যেতাম" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।