আমাদের কথা খুঁজে নিন

   

দবির দাদা আর নেই

আমি বাংলার...। আমার দাদারা ছিলেন চার ভাই ১৯৪৭ সালে দেশ বিভাগের কারনে এরা ভারত থেকে বাংলাদেশে চলে আসেন। বড় দাদা (আমার নিজের দাদা) সামসুদ্দীন মন্ডল মারা যান ১৯৮৯ সালে ছোট্ট দাদা হাকিমুদ্দীন মন্ডল (যিনি আমাকে সবচে বেশী ভালবাসতেন) তিনি মরা যান ১৯৮৩ সালে, তিন নম্বর দাদা সয়েফ উদ্দীন মারাযান ১৯৭০ সালে আমার জম্মের আগে। আজ যিনি কালে সাক্ষি হয়ে বেচে ছিলেন তিনি দবিরুদ্দীন মন্ডল (দবির দাদা) মারা গেলেন আজ ২৩ রমজান সকাল ১০.৪৫ মি:। তিনি এক পুত্র দুই কন্যাসহ বহু নাতী-নাতনী রেখে গেলেন। তিনি একজন সৌখিন মনের মানুষ ছিলেন। বিস্তারিত ব্লগ বন্ধুদের জানার ইচ্ছা রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।