আমাদের কথা খুঁজে নিন

   

United States ... সরি, University of South Asia (USA) -র ওয়েবসাইটের অবস্থাটা দ্যাখেন একবার

আহা আহা সখি, তুমি যাহা কর, মোর মনে লয় তাই... তোমার ফুলের পরাণে কেবল দিয়ে যায় বেদনাই। http://www.unisa.ac.bd ওদের স্টুডেন্টরা সব গাড়ি কিন্না ফালাইতেছে, আর এদিকে ওদের ওয়েবসাইটের ব্যান্ডউইথ কেনার পয়সা নাই... এইটা কোন কথা?! আরে এরকম একটা স্মার্ট ইউনিভার্সিটিতে ডেডিকেটেড সাবমেরিন কেবলইতো থাকার কথা, তাইনা? এরকম হলেতো এ্যাডমিশন নিবোনা, ভাবতেছিলাম চাকরি-বাকরি ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়াশুনা শুরু করবো ওখানে। স্মার্ট হওয়া আমার খুবই দরকার। স্মার্ট না হবার কারনে আমি গার্লফ্রেন্ড পাচ্ছিনা। তাছাড়া ওদের এ্যাডের মতো ড্রেস পরা গার্লফ্রেন্ড আমার লাগবেই লাগবে, অন্যরকম ড্রেসের হলে হবেনা। ড্রেস কোড আমি এইটাই ফাইনাল করে ফেলছি। এখন আমি সিদ্বান্ত নিতে পারতেছিনা, আপনারাই এখন ভরসা। বইলা দেন ভাই আমি এখন কি কর্পো?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।