আমাদের কথা খুঁজে নিন

   

টুইটারে বোল্ট অনুসারী ১০ লাখ

১০ লাখ ছাড়িয়ে গেছে লন্ডন অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলেট উসাইন বোল্টের টুইটার অনুসারীর সংখ্যা। বোল্ট রোববার অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে সোনা জেতার পর এই ঘটনা ঘটে। খবর ইয়াহু নিউজ-এর। রোববার লন্ডন অলিম্পিকের ১০০ মিটার ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জেতেন বোল্ট। এরপর টুইটারে ভক্তদের অভিনন্দনে ভেসে যান বোল্ট। এরপর অগাস্টের ৭ তারিখে টুইটারে বোল্টের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লাখ। অন্যদিকে বোল্ট ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার ইচ্ছা প্রকাশ করায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বোল্ট ম্যান-ইউতে খেলার ইচ্ছা প্রকাশ করার পর, ইংলিশ ফুটবল ক্লাবটির ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বোল্টকে উদ্দেশ্য করে লেখা এক টুইটে বলেন, ‘তুমি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে চাইলে আমাকে জানিও; আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। ১০০ মিটারে ভালো করেছো, ২০০ মিটারের তুমি রেকর্ড গড়বে, সে অপেক্ষায় আছি।’

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.