আমাদের কথা খুঁজে নিন

   

আনামুলের শতকে বাংলাদেশের জয়

অধিনায়ক আনামুল হকের শতকের সুবাদে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডি গ্রুপের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে সহজেই ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সুপার এইটে খেলার স্বপ্ন উজ্জ্বল হল টাইগারদের। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই মাঠে দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৯ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভার ৪ বলে ২২৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ব্যাট করতে নেমে রানের খাতা খুলার আগেই সৌম্য সরকারের বিদায়ে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে আনামুলের সঙ্গে ৪২ রানের জুটি গড়লেও তাতে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসের অবাদান মাত্র ৪। তৃতীয় উইকেটে আসিফ আহমেদের সঙ্গে ৩১ ওভার ১ বলে আনামুলের ১৪১ রানের জুটির সুবাদে প্রাথমিক ধাক্কা সামলে বড় সংগ্রহের ভিত গড়ে বাংলাদেশ। শতকে পৌঁছানোর পরপরই আনামুলকে (১০১) বিদায় করে দিয়ে শ্রীলঙ্কার জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গেন থারিন্ডু কুশল। অধিনায়কের ১২৭ বলের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা।

দলীয় ১৮৩ রানে আনামুলের বিদায়ের পর আসিফের ৮৪ রানের ইনিংসটির সুবাদে শ্রীলঙ্কাকে আড়াইশ রানের লক্ষ্য ছুড়ে দেয় তিনবারের প্লেট চ্যাম্পিয়নরা। আসিফের ১১৪ বলের ইনিংসটিতে ৬টি চার। শেষের দিকে আল-আমিন জুনিয়র (১৮ বলে ২১) ও নুর হোসেন (৯ বলে ১৪) ছোট কিন্তু কার্যকর দুটি ইনিংস খেলেন। ৪৬ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক সানিথা ডি মেল শ্রীলঙ্কার সেরা বোলার। লক্ষ্য তাড়া করতে নেমে পাবাসারা ওয়াদুগের (১৫) সঙ্গে সেবাস্টিয়ান পেরেরার (২৫) ৪২ রানের উদ্বোধনী জুটির সুবাদে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়।

তবে ঘুড়ে দাঁড়াতে বেশি সময় নেননি বাংলাদেশের বোলাররা। ১৬ রানে শ্রীলঙ্কার টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলে ৪২/০ থেকে দলটি পরিণত হয় ৫৮/৪ এ। পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো জয়াসিংহে ও লাহিরু মধুশঙ্কা ৮৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গে মধুশঙ্কার (৪৮) দুর্ভাগ্যজনক রান আউটের মধ্য দিয়ে। ষষ্ঠ উইকেটে ডি মেলের (২১) সঙ্গে ৫৩ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে বাংলাদেশকে অস্বস্তি¡তে ফেলে দেন জয়াসিংহে।

দলীয় ১৯৬ রানে তাসকিন আহমেদের বলে ডি মেল সৌম্যর হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলে খেলার চিত্র পাল্টে যায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলীয় ২১৫ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৩ রান করে জয়াসিংহে। তার ১২১ বলের ইনিংসে ৬টি চার ও একটি ছক্কা। ১০ রানে ৩ উইকেট নিয়ে সৌম্য বাংলাদেশের সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৪৯/৭ (সৌম্য ০, লিটন ৪, আনামুল ১০১, আসিফ ৮৪, নুরুল ৩, আল-আমিন ২১, নুর ১৪, তাসকিন ১*, সাব্বির ৩*; ডি মেল ৩/৪৬, মধুশঙ্কা ১/৪৩, কুশল ১/৪৬, আপনসো ১/৪৭) শ্রীলঙ্কা: ২২৪ (পেরেরা ২৫, ওয়াদুগা ১৫, ফার্নান্দো ১, জয়াসিংহে ৮৩, বীরাকোডি ২, মধুশঙ্কা ৪৮, ডি মেল ২১, ডিকওয়েল্লা ১, পাথিরানা ১০, কুশল ০, আপনসো ৬*; সৌম্য ৩/১০, তাসকিন ২/৪৪, সাব্বির ১/২৫, নাঈম ১/২৮, নাসুম ১/৪৯ ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।