আমাদের কথা খুঁজে নিন

   

েরাজার মাস ও অামােদর সংযম

চলছে পবিত্র রমজান মাস। রমজান মােসর প্রতিিট মুসলিম এর দািয়ত্ব সংযম পালন করা। িকন্তু অামরা তা িক করছি ?? করলেও কতটুকু করছি। রোজা রাখা শুধু সারাদিন না খেয়ে থাকা নয়। শুধু খাদ্যদ্রব্য হতে নিজেকে সংযম রাখা নয়।

এর মানে আরও অনেক বিস্তৃত। যাবতীয় পাপ, অন্যায় থেকে নিজেদের সংযম রাখাই রোজার উদ্দেশ্য। কিন্তু আমাদের রোজার উদ্দেশ্য আজ হয়ে গেছে শুধুই খাওয়া থেকে বিরত থাকা। নিজের অজান্তেই আমরা একে অন্যের গীবতে লিপ্ত, দুনিয়ার যাবতীয় লোভ লালসায় লিপ্ত, পন্যে ভেজাল দেয়ায় লিপ্ত, বিত্রেুতা লিপ্ত ত্রেুতাকে ঠকাতে, ত্রেুতা লিপ্ত বিত্রেুতাকে বোকা বানাতে, সর্বপরি ঈদের জন্য সবাই লিপ্ত সর্বোচ্চ টাকা কামাতে, সেটা চুরিই হোক, ডাকাতিই হোক, কিংবা হোক সৎ পথে। আমরা খোঁজ নেই না আমাদের পাশের বাড়ির গরিব মানুষটির, লজ্জা পাই নিজেদের গরিব আত্নীয় স্বজনদের পরিচয় দিতে।

ঈদের আগেরদিন তাদের কিছু টাকা বা কাপড় দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করি। এটাই কি হওয়া উচিত???? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.