আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী ভারত গেলে তিস্তা চুক্তি হবে: আমু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ভারত সফরের সময়েই তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে। আজ সোমবার সংসদে এক অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জ্যেষ্ঠ সাংসদ আমির হোসেন আমু এ কথা জানান।
আমু বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এসেছিলেন তিস্তা চুক্তি করতে। কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্কের টানাপোড়েনের কারণে চুক্তিটি হয়নি। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

আমাদের কিছু করার নেই। কিন্তু আমি আশ্বাস দিতে পারি, এরপর প্রধানমন্ত্রী ভারতে গেলে এই চুক্তি হবেই। ’
এর আগে অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় বিরোধী দলের মওদুদ আহমদ যৌথ নদী কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুই দিনের নোটিশে ভারত বৈঠক স্থগিত করেছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন। কিন্তু তিস্তার পানিবণ্টন চুক্তি হয়নি।

আমরা নদী, স্থল ও সমুদ্রসীমা নিয়ে সরকারের বক্তব্য জানতে চাই। ’
মওদুদের বক্তব্যের সমালোচনা করে আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর যেসব সরকার এসেছিল, মওদুদ আহমদ অধিকাংশ সরকারেরই মন্ত্রী, এমনকি ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তাঁদের সরকারের সময়ে কেন চুক্তি হয়নি? ওনারা সুরাহা করেননি বলেই সেটা এসে পড়েছে শেখ হাসিনার কাঁধে। কে কীভাবে নেবেন জানি না, উনি (মওদুদ আহমদ) জ্ঞানপাপীর মতো এটা উত্থাপন করেছেন। ’
পরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ কারণে এই চুক্তি হয়নি।

আমরা এই চুক্তিকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলাম আমাদের স্বার্থ রক্ষা করেই। ’ তিনি আরও বলেন, ‘তিস্তা চুক্তির পর ভারতের সঙ্গে অভিন্ন বাকি ৫২টি নদীর পানিবণ্টন চুক্তিও হবে। মওদুদ আহমদ বলেছেন, ভারতের আন্তঃনদী-সংযোগ ও টিপাইমুখ প্রকল্পের কাজ চলছে। তাঁর বক্তব্য অসত্য। ’ পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে সংসদে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.