আমাদের কথা খুঁজে নিন

   

নাজমুল হুদার পাচালী।। নতুন দল পুরোন মুখ।

বেহুদা বলে খ্যাত নজমুল হুদা নতুন এক দল খুলেছেন। এবার তার নাম বাংলদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট। আজ এক প্রেস কনফারেন্সে নতুন ফ্রন্টের ঘোষণা দেন। এমনটি মনে করছিল সবাই। বিশেষত বিএনপি যখন মওদুদ আহমেদের প্রভাবে প্রভাবান্বিত তখন এই ব্যারিষ্টার সাহেবের করার কিছুই ছিল না।

মাঝে তিনি নানা ধরনের প্রস্তাব দিয়েছেন কিন্তু বিএনপি তাতে সাড়া দেয় নি। এখন তিনি নতুন ফ্রণ্ট গড়লেন। এর কারণ অবশ্য সবাই জানে। নাজমুল হুদাকে সবাই বেহুদা বললেও তার কাজটাযে বেহুদা নয় তা সবাই জানে। বিএনপি যখন বৃহত্তর ঐক্যের চেষ্টা করছে তখন ব্যক্তি হিসেবে না থেকে একটি দল নিয়ে সেই ঐক্যে গেলে দামটা ভালো পাওয়া যাবে।

(যেমন কর্নেল অলি, বি চৌধুরি পেয়েছেন। )ৎ তবে এই দল যে সব গালভরা বুলি দিয়েছে তাতে নতুন কমেডি রচনা হতে পারে। তিনি নিজে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। বিতর্কিত সকল কাজে পারদর্শী। বিএনপির মাঝেও তার জায়গা নেই।

তবে তিনি নেত্রীর কোনো সমালোচনা করছেন না। (এটা ফিরে যাওয়ার লক্ষণ)। অবশ্য সালাউদ্দিন কাদের চৌধূরির লেজ নাড়া তত্ত্বের পরও বিএনপি তাকে নিয়েছিলেন অতএব দু একটা সমালোচনা করলেও নাজমুল হুদার তেমন ক্ষতি হবে না। তিনি ফিরেই যাবেন আগের দলে। নাজমুল হুদা-- যিনি ছিলেন মোনেম খানের পান্ডা, জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে পুনর্বাসন, বিএনপি থেকে বার বার বহিস্কৃত এবং সসম্মানে ফেরত যাওয়ার সুদীর্ঘ ঐতিহ্য তার মাঝে বিদ্যমান।

অতএব সবাই তার চেহারা ভালভাবেই জানে। আওয়ামী লীগের অনেক ব্যক্তি এখন পুলকিত। কারণ বিএনপি ভাঙছে। আসলে এই পুলকিত হওয়ার কিছু নাই। কারণ নাজমুল হুদা কখনো আওয়ামী লীগের সমর্থক হবে না।

বরং কিছু গালভরা বুলি দিয়ে আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীকে তার সাথে নিয়ে নিতে পারে। নির্বাচন সামনে। এখন শুরু হবে ভাঙা গড়ার খেলা। দল পরিবর্তনের খেলা। নতুন নতুন পাত্রপাত্রী।

নতুন রঙ্গমঞ্চ। তারই নমুনা দেখা গেল আজ। আশা করি সামনে দেখতে পাবেন এমন নতুন অনেক নাটক। তবে একটিই কথা--- পাত্রপাত্রী ঐ একই। কেবল নতুন ভূমিকায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.