আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে বড় নিলাম যেখানে অনুষ্ঠিত হয়ঃ FloraHolland...আর যেখানে নিলাম হয় শুধুই ফুলের!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে নেদারল্যান্ড কেন্দ্রিক বিশ্বের সবচেয়ে বড় অকশন হাউজের নাম হলো ফ্লোরাহল্যান্ড। সারা ইউরোপ সহ আফ্রিকা, এশিয়া সহ অনান্য দেশে যে আর্ন্তজাতিক ফুলের (এবং ফুল গাছের) বাজার আছে তার প্রায় পুরোটাই পরিচালিত হয় এই অকশন ব্যবস্হার মাধ্যমে। এদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ৬টি শাখা, অকশন যে ব্যবস্হার মাধ্যমে পরিচালিত হয় সেইরকম বিশেষ ৩৮ টি 'অকশন ক্লক', একটি সেন্ট্রাল এজেন্সি-যেটা দেশ জুড়ে বেচা-কেনার কাজ করে এবং ৪২০০ কর্মচারী। ২০১০ সালে এরা মোট আয় করেছে ৪১৩০ মিলিয়ন ইউরো! আসুন দেখা যাক এদের কর্মযজ্ঞের কিছু ছবি! এদের ব্যাপক কার্যক্রমের আরো কিছু ছবি কেউ ডাচ ভ্রমণে যেয়ে এদের অকশন কার্যক্রম ঘুরে দেখতে চাইলে এখানে তথ্য আছে। ২-৫ ইউরো টিকেট কেটে দর্শক হিসেবে এদের কর্মকান্ড দেখার সুযোগ আছে। যেভাবে পরিচালিত হয় অকশন (ইংরেজীতেই দিলাম) Breeders, located at home and abroad, bringing the flowers and plants to the auction. Here the products are stored in cold storage until the time of auction has begun. For the auction, the products are approved by judges. These assess the flowers and plants fresh and ripe, damage, vermin and the like. There are four grades, from well to well less of A1, A2, B1 and B2 after all. Every day from six hours starting the auction in the auction room . In this room are the buyers, and the flowers and plants on large carts past the auction clock . Each clock has an auctioneer who supervised the auction process. The auctioneer opens the bidding with a starting price, as long as it falls into one of the buyers on the purchase button, or past my calling. The clock displays the price at which the party has purchased, they read always with flowers per stem or per plant. এদের কার্যক্রমের উপর একটি প্রোমো ভিডিওঃ সবশেষে ইউটিউবে প্রয়াত কমেডিয়ান লেসলি নিয়েলসেনের যে টিভি আ্যড দেখে এই ফ্লোরাহল্যান্ড সম্পর্কে জানতে পারি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.