আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের অদ্ভুত যত আইন!

আইনের চোখে সবাই সমান হলেও এক এক দেশে এক এক আইন দেখা যায়। দেশে-বিদেশে এমন কিছু আইন আছে যেগুলো অদ্ভুত বলে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। কলোরাডো : যৌক্তিক কোন কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি। প্রতারণা অথবা ছিনতাইয়ের পর্যায়ে পড়ে। হংকং : স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারে।

তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে। ইলিনয়িস : শীতকালে কোন বাচ্চা জমে থাকা তুষার দিয়ে বল বানিয়ে গাছের দিকে ছুড়তে পারবে না। কলাম্বিয়া : মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক। গুয়াম (আমেরিকা) : কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারে না। অঙ্গরাজ্যটিতে কিছু পেশাদার পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে কুমারীত্বের অভিশাপ মোচন করে।

পরে তাদের দেয়া সনদ মোতাবেকেই বিবাহ সম্পন্ন হয়। ইংল্যান্ড : পার্লামেন্টে মৃত্যুবরণ করা বেআইনি। ফ্রান্স : শুকরের নাম নেপোলিয়ন রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। ইন্ডিয়ানা : রোববারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়। জাপান : কোন মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না করতে পারবে না।

আরকানসাস : মাসে একবার বউ পেটানো যাবে। এটাই আইন। দুই বার পিটালেই দণ্ড!! নেভাদা : বউ পেটানো ধরা পড়লে আইন অনুসারে তাকে আট ঘণ্টা বেঁধে রাখা হবে। তার বুকের মধ্যে একটা পোস্টার সেঁটে দেয়া হবে, ওয়াইফ বিটার বা বাংলায় বিশিষ্ট বউ পেটানো বিশেষজ্ঞ। থাইল্যান্ড : ত্রিশ বছরের বেশি বয়সী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিসেবে গণ্য হবে।

সামাও : নিজের বউয়ের জন্মদিন ভুলে যাওয়া বেআইনি। অ্যারিজোনা : সাবান চুরিতে ধরা পড়লে তার শাস্তি হল ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়। তথ্যসূত্র : ওয়েবসাইট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.