আমাদের কথা খুঁজে নিন

   

সূরা আল-বাকারার মহত্ব আয়াতুল কুরছী

সংসারেতে দারুন ব্যথা লাগায় যথন প্রাণে "আমি যে নাই "এই কথাটাই মনটা যেন জানে। যে আছে সে সকল কালের , এ কাল হতে ভিন্ন - তাহার গায়ে লাগে না তো কোনো ক্ষতের চিহ্ন। -রবীন্দ্রনাথ ঠাকুর সহীহ্ হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, আয়াতুল কুরছী পবিত্র কোরআন শরীফের শ্রেষ্টতম আয়াত। বাস্তবিক পক্ষে ইহা সর্বশ্রেষ্ট হওয়ার পিছনে বহু কারনও রহিয়াছে। এই আয়াতে আল্লাহ তায়ালার একত্ব , মহত্ব, ক্ষমতা ও দয়া ইত্যাদি গুণের বর্ণনায় এই আয়াত অন্য যে কোন আয়াত হইতে এমন কি অন্যান্য নাযিল কৃত বই সমূহের বর্ণনা হইতেও উত্তম।

হাদিস বা অন্যান্য বইয়ে আয়াতুল কুরছী পাঠের উপকারিতা বলা আছে। তাই আয়াতুল কুরছীর বাংলা অনুবাদ দেয়া হল যা পাঠকদের বুঝতে সুবিধা হবেbr /> আয়াতুল কুরছী আল্লাহ্ সে চিরন্ঞ্জীব শ্বাশত সত্তা, যিনি সমগ্র বিশ্বচরাচরকে দৃঢ়ভাবে ধারণ করে আছেন, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি না নিদ্রা যান, না তন্দ্রা তাকে স্পর্শ করে। আকাশমন্ডল ও পৃথিবীতে যা কিছু আছে , সব তারই। কে এমন আছে , যে তাঁর দরবারে তাঁর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে ? যা কিছু বান্দাহদের সন্মুখে রয়েছে, তাও তিনি জানেন আর যা কিছু তাদের অগোচরে, সে সম্পর্কেও তাও তিনি জানেন।

তাঁর জ্ঞাত বিষয়সমূহের মধ্য হতে কোনো জিনিসই তাদের (লোকদের) জ্ঞান-সীমার আয়ত্তাধীন হতে পারে না। অবশ্য কোনো বিষয়ের জ্ঞান তিনি নিজেই যদি কাউকে দান করতে চান (তবে অন্য কথা) । তাঁর কর্তৃত্ব সমগ্র আকাশমন্ডল ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। ঐ সবের রক্ষণাবেক্ষণ এমন কোনো কাজ নয় যা তাকে ক্লান্ত করে দিতে পারে। বস্তুত তিনই এক মহান ও শ্রেস্ঠতম সত্তা।

--সূরা আল-বাকারা- ২৫৫-- ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।