আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাকটাসের ফুলের মালা

ভেতরের সাগর জল আছরে’ দুকূল ভাসানোর ফন্দি আঁটছে! বাইরের আগুনে ঝলসে যাচ্ছে পুরো শরীর। অশরীরী আত্মা বের হল বুঝি! তমসাচ্ছন্ন রাত্রির বুক চিরে, প্রশ্নবিদ্ধ সময়ের ত্রাহি চিৎকারে। ওরে কে আছিস! আমি কি আমায় চিনেছি? পদচিহ্ন চেতনার দেয়ালে’ মুখ থুবড়ে সঙ্গাহীন কি তাই? বলনা আমায়, আমি যে বড় ক্লান্ত। দিক্বিদিক থেকে ছুটে আসা ঘৃণার বুলেট, অসংকোচে বুক পেতে নিচ্ছি। কোনপ্রকারে যেন শেষ শ্বাসের আশায় আছি। তবুও ওদের শ্রান্তি নাই। ভুলগুলো নাকি ফুল হয়। কিন্তু ক্যাকটাসের ফুলের মালা' আর কতকাল গলায় থাকবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।